ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাতে আসছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫০, ১৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাতে আসছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

ক্রীড়া প্রতিবেদক : বড় দলগুলো নাকি এরকমই। যেকোনো দেশে সফরের আগে তাদের অগ্রবর্তী একটি দল আগেভাগেই সে দেশে পা রাখে। সুযোগ-সুবিধাগুলো পরীক্ষা-নিরীক্ষা করতেই তাদের আগমন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলও একই ‘ক্যাটাগরি’র।

বাংলাদেশ সফরে তাদের দল আসছে ১৮ আগস্ট। কিন্তু আজ রাতেই অস্ট্রেলিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পা রাখবে। পরিচিত মুখ শন ক্যারল সঙ্গে নিয়ে আসছেন অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাসিকে।

রাতে ঢাকায় এসে দুদিন ব্যস্ত সময় পার করবেন তারা। ১৬ আগস্ট ফতুল্লা স্টেডিয়াম, বিকেএসপি এবং মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয় মাঠ পরিদর্শন করবেন তারা। ফতুল্লা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ। বিকেএসপি পরিদর্শনের আগে ইউল্যাবের মাঠটি দেখবেন তারা। এরপর বিকেএসপিতে যাবেন।

প্রস্তুতি ম্যাচ কোথায় হবে, তা নিয়ে দৌড়ঝাঁপ করবে বিসিবি ও প্রতিনিধি দল। বিকেএসপি কিংবা ইউল্যাবের মাঠটি দেখে সিদ্ধান্ত নিতে না পারলে ১৭ আগস্ট সিলেটে নিয়ে যাওয়া হবে দলকে। সেদিন মিরপুরে নিরাপত্তা মহড়া পরিদর্শনের কথাও রয়েছে তাদের। 



রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়