ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ম্যানইউতে অভিষেকের অপেক্ষায় বোল্ট

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানইউতে অভিষেকের অপেক্ষায় বোল্ট

ক্রীড়া ডেস্ক : লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরের মধ্য দিয়ে স্প্রিন্টার হিসেবে ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন উসাইন বোল্ট। এবার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ফুটবলটা শুরুর পালা।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি নিজের ভালবাসার কথা বহুবার বলেছেন ইতিহাসের সেরা দৌড়বিদ বোল্ট। দৌড়বিদ হিসেবে অবসরের পর এবার তার সামনে সুযোগও এসেছে প্রিয় দলের জার্সি গায়ে মাঠে নামার।

স্প্যানিশ লা লিগার অন্যতম সফল ক্লাব বার্সেলোনার কিংবদন্তিদের বিপক্ষে একটি চ্যারিটি ম্যাচ খেলবে ম্যানইউ। আর ওই ম্যাচের জন্য রেড ডেভিলসদের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন জ্যামাইকান এ বজ্রবিদ্যুৎ। সবকিছু ঠিক থাকলে ম্যানইউর জার্সিতে গ্রেট রায়ান গিগস ও পল স্কোলেসদের সঙ্গে অভিষেকটা হয়ে যেতে পারে দৌড়ে ১৯টি স্বর্ণপদক জয়ী বোল্টের।

তবে ম্যানইউর জার্সি গায়ে বোল্টের স্বপ্ন পূরণের পথে এবার বাধা হয়ে দাঁড়াতে পারে সদ্য পাওয়া ইনজুরি। নিজের বিদায়ী প্রতিযোগিতায় লন্ডনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। এর ফলে আগামী ২ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে ওই প্রীতি ম্যাচটির জন্য বোল্ট চোট কাটিয়ে ফিট হতে পারবেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়