ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুধবারের ফাজিল পরীক্ষা স্থগিত

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুধবারের ফাজিল পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে। এর মধ্যে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির বেশি অবনতি হয়েছে। এ কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে  আজ বুধবার অনুষ্ঠিতব্য ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ইবি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষ-২০১৬ এর উলূমুল আরাবিয়্যাহ ওয়াশ শরিয়াহ প্রথম পত্র (কোড-২০১) পরীক্ষা অনিবার্যকারণ বশত স্থগিত করা হলো।

পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, দেশে বন্যা পরিস্থিতির অবনতির জন্য অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীকালে জানানো হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক সমমান) পরীক্ষা ৩১ জুলাই থেকে শুরু হয়। এবার ২৯৩টি কেন্দ্রে ১২৭৭টি মাদ্রাসার ১৩ লাখ ৭৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

ফাজিল পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়