ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাণিজ্য ঘাটতি ৯৪৭ কোটি মার্কিন ডলার

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য ঘাটতি ৯৪৭ কোটি মার্কিন ডলার

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৬-১৭ অর্থবছরে বাণিজ্য ঘাটতি হয়েছে ৯৪৭ কোটি মার্কিন ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৫-১৪ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ৬৪৬ কোটি ডলার। আলোচ্য সময়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমদানি-রপ্তানির মধ্যে ব্যবধান বেড়ছে ৪৬ দশমিক ৬২ শতাংশ। এ ছাড়া ২০১৬-১৭ অর্থবছরের সেবা খাতে আমদানি-রপ্তানির পরিমাণও বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে সেবা খাতে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ২৭০ কোটি ডলার। আর ২০১৬-১৭ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৩২৮ কোটি মার্কিন ডলারে।

এদিকে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, ২০১৬-১৭ অর্থবছরের রপ্তানি করে ৩ হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার ডলার আয় হয়। ২০১৫-১৬ অর্থবছরে আয় হয় ৩ হাজার ৪২৫ কোট ৭১ লাখ ৮০ হাজার ডলার।




রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৭/নাসির/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়