ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

২৫ দিনে ৪০০ পৃষ্ঠার রায় ইম্পসিবল : বিচারপতি মানিক

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫ দিনে ৪০০ পৃষ্ঠার রায় ইম্পসিবল : বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ প্রধান বিচারপতি  সুরেন্দ্র কুমার সিনহার লেখা কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন  অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শোক দিবসের এক আলোচনা সভায় বিচারপতি মানিক বলেন, ‘উনি মাত্র ২৫ দিন সময়ের মধ্যে ৪০০ পৃষ্ঠার কথা লিখেছেন, এটা ইম্পসিবল, এটা হতে পারে না। এটা তার লেখা রায় মোটেও নয়।’

তিনি বলেন, ‘তার লেখা রায় পড়লে আপনারা দেখতে পাবেন, অনেক শব্দ আছে যেসব শব্দ তার লেখা আগের কোনো রায়ে নেই। অর্থাৎ এটা পরিষ্কার, এই রায় তার লেখা নয়। অন্য কেউ লিখে দিয়েছে, সম্ভবত পাকিস্তানি কোনো আইএসআই লিখে দিয়েছে।’

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী মামলার সঙ্গে সম্পৃক্ত না এমন অনেক কথা তিনি অবজারভেশনে বলেছেন। প্রধান বিচারপতির কাজ রাজনীতি করা না। যে প্রধান বিচারপতি রাজনীতি করে, সেটা তার অযোগ্যতা।

‘এসব করে তিনি অনেকভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন। তার আর এই পদে থাকার কোনো অধিকার নেই। তাকে অবশ্যই এই পদ ছেড়ে চলে যেতে হবে।’

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আরও বলেন, ‘তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। তুমি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব স্বীকার করো না, এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই।’

সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বিএনপি এখন প্রধান বিচারপতির ‘ঘাড়ে বসে’ রাজনীতি করতে চাইছে বলে মন্তব্য করেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৭/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়