ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বৃষ্টির চোখ রাঙানি, তিন দিনেই ফলের প্রত্যাশা মুশফিকের

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টির চোখ রাঙানি, তিন দিনেই ফলের প্রত্যাশা মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ভোর রাত থেকেই চট্টগ্রামের আকাশের মন খারাপ। অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। দুপুর গড়িয়ে গেলেও সূর্য মামার দেখা মেলেনি।

বৃষ্টি মাথায় নিয়ে চট্টগ্রামে এসেছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এখনও বৃষ্টির চাদর থেকে বেরুতে পারেনি দুই দলের ক্রিকেটাররা! শনিবার অনুশীলন করলেও রোববার বৃষ্টির কারণে মূল স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। ভরসা জহুর আহমেদের ইনডোর।

দুই দলের ক্রিকেটাররাই ইনডোরে অনুশীলন করেছে। সকালে বাংলাদেশ দলের পর দুপুরে ইনডোরে ব্যস্ত সময় পাড় করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। দুই দলের অধিনায়ক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। সংবাদ সম্মেলনে যোগ দেয়ার আগে সেন্ট্রাল উইকেটে ম্যাচ উইকেট দেখেন মুশফিকুর রহিম ও স্টিভেন স্মিথ।



ঢাকা টেস্ট জয়ের পর বিশ্রামে ছিল বাংলাদেশ দল। ম্যাচের আগে পুরো দলের আজই অনুশীলন করার কথা ছিল। কিন্তু অনুশীলন ছাড়াই দলকে মাঠে নামতে হচ্ছে। তবে শনিবার অনুশীলন করায় কিছুটা প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া দল ।

ঢাকার মতো চট্টগ্রাম টেস্টেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, ম্যাচ চলাকালীন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ভারি বৃষ্টিপাতও। বাংলাদেশ দলের অধিনায়ক প্রত্যাশা করছেন, বৃষ্টি টেস্টে বাঁধা হয়ে দাঁড়াবে না। পাঁচ দিনের টেস্টে অন্তত তিন দিন খেলা হবে সেই প্রত্যয় ব্যক্ত করেছেন মুশফিকুর রহিম।

সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন,‘চট্টগ্রামের পানি নিষ্কাশন এত ভালো যে তুমুল বৃষ্টির পরও আধ ঘণ্টার মধ্যে এখানে খেলা শুরু হয়ে যায়। এখানে প্রস্তুতি ম্যাচে দেখেছি, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দেখেছি, দারুণ পানি নিষ্কাশন ব্যবস্থা। আমার মনে হয়, যদি অন্তত তিনদিন কিংবা সাড়ে তিনদিনও খেলা হয় খুব ভালো একটা টেস্ট ম্যাচ হবে। ঢাকার মতো রোমাঞ্চকর একটা টেস্ট ম্যাচ হবে।’




রাইজিংবিডি/চট্টগ্রাম/৩ সেপ্টেম্বর ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়