ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খাদ্য ঘাটতি মেটাতে ভেনেজুয়েলায় খরগোশ উৎপাদন প্রকল্প!

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাদ্য ঘাটতি মেটাতে ভেনেজুয়েলায় খরগোশ উৎপাদন প্রকল্প!

আন্তর্জাতিক ডেস্ক : দেশের অব্যাহত খাদ্য ও শিশু পুষ্টি ঘাটতি পূরণে ভেনেজুয়েলার সরকার জনগণকে খরগোশ উৎপাদনে উৎসাহিত করার একটি প্রকল্প চালু করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার জানিয়েছে, ‘র্যা বিট প্ল্যান’ নামের প্রকল্পটির মাধ্যমে দেশের খাদ্য সহজলভ্যতা দ্রুত অর্জিত হবে। বাড়ির ছাদে অথবা বারান্দায় কী করে খরগোশ পালন করতে হবে তার প্রচার চালাচ্ছেন সরকারি কর্মকর্তারা।

ভেনেজুয়েলার পল্লী কৃষিমন্ত্রী ফ্রেডি বার্নাল বলেছেন, ‘আমাদেরকে শেখানো হয়েছে খরগোশ সুন্দর প্রাণী-আর এটাই আমাদের সাংস্কৃতিক সমস্যা। খরগোশ পোষা প্রাণী নয়; এটা আড়াই কেজির মাংস, যাতে উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে এবং কোনো কোলস্টেরল নেই।’

বার্তা সংস্থা রয়টার্স অবশ্য মাদুরো বিরোধীদের বরাত দিয়ে জানিয়েছে, মাদুরো সরকারের এই খরগোশ উৎপাদনের বিজ্ঞাপন একটি অর্থহীন পরিকল্পনা। এর মাধ্যম আসল সমস্যাকে এড়ানো চেষ্টা করা হচ্ছে।

দুইবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরিক ক্যাপরিলস বলেছেন, ‘আপনি কি আন্তরিক? আপনি জনগণের খাদ্য সমস্যা মেটাতে চাইছেন খরগোশ উৎপাদনের মাধ্যমে?’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়