ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শ্রমিককল্যাণ তহবিলে বার্জার পেইন্টসের চেক হস্তান্তর

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিককল্যাণ তহবিলে বার্জার পেইন্টসের চেক হস্তান্তর

সচিবালয় প্রতিবেদক : সরকারের শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের প্রায় ১ কোটি ৮৪ লাখ টাকা জমা দিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও এর দুটি অঙ্গ প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার সচিবালয়ে কোম্পানির পরিচালক আব্দুল খালেক এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সঙ্গে দেখা করে কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৩০৬ টাকার চেক হস্তান্তর করেন।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক, কর্মকর্তা মো. ইকবাল হোসেন, মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী বার্জার পেইন্টস ২০১৬ সালের মোট লাভের ৫ শতাংশের এক-দশমাংশ পরিমাণ অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৭/আসাদ/সাইফ                                                            

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ