ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এশিয়া কাপ হকির জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়া কাপ হকির জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : আগামী ১২ থেকে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে দশম পুরুষ এশিয়া কাপ হকি-২০১৭। ৩২ বছর পর এশিয়া কাপ হকির আয়োজক হয়েছে বাংলাদেশ। মওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে আটটি দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে গেল এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। আজ শুক্রবার আসন্ন এশিয়া কাপ হকির জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ১৮ সদস্যের চূড়ান্ত দলের সঙ্গে রয়েছে স্ট্যান্ডবাই আরো চারজন।

চূড়ান্ত দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। অধিনায়ক হিসেবে আছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। আর সহ-অধিনায়ক হিসেবে আছেন পুস্কর খিসা মিমো। 

এশিয়া কাপ হকির জন্য বাংলাদেশের চূড়ান্ত দল :
১। অসিম গোপ
২। আবু সাইদ নিপ্পন
৩। আশরাফুল ইসলাম
৪। খোরশেদুর রহমান
৫। ফরহাদ আহমেদ সিটুল
৬। রেজাউল করিম বাবু
৭। ইমরান হাসান পিন্টু
৮। মামুনুর রহমান চয়ন
৯। রুম্মান সরকার
১০। নাইম উদ্দিন
১১। হাসান যুবায়ের নিলয়
১২। সারোয়ার হোসেন
১৩। কামরুজ্জামান রানা
১৪। রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক)
১৫। পুস্কর ক্ষিসা মিমো (সহকারী অধিনায়ক)
১৬। মিলন হোসেন
১৭। মাইনুল ইসলাম কৌশিক
১৮। আরশাদ হোসেন

স্ট্যান্ডবাই :
১। বিপ্লব কুজুর
২। মাহবুব হোসেন
৩। সোহাসুর রহমান সবুজ
৪। দ্বীন ইসলাম ইমন।

৮ জাতির এ টুর্নামেন্টে এশিয়ার দুই পরাশক্তি ভারত, পাকিস্তান ও জাপানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও ওমান। ১২ অক্টোবর মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। 

 


রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়