ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ভালো করবে’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ভালো করবে’

ক্রীড়া প্রতিবেদক : প্রথম টেস্টে খেলেননি সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টে তার খেলার সুযোগ থাকলেও খেলছেন না তিনি। আগামীকাল দুপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টে ৩৩৩ রানে হারের পর দ্বিতীয় টেস্টে দারুণ কিছু করার প্রত্যাশায় টাইগাররা। সাকিব আল হাসান দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি দলে ছিলেন না। দল হেরেছে। এমন হারে তারও খারাপ লাগছে। তবে তিনি মনে করছেন দ্বিতীয় টেস্টে ভালো করবে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভালো না করলে তো স্বাভাবিকভাবেই ভালো লাগার কোন কারণ নেই। তবে আমি আশা করছি যেন সেকেন্ড টেস্ট আরও বেশি ভালো করতে পারি আমরা। দক্ষিণ আফ্রিকা অনেক চ্যালেঞ্জিং একটা জায়গা। যেকোন দলের জন্যই সেখানে গিয়ে খেলাটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের জন্য তা আরও বেশি। ২০০৮ সালে আমরা সর্বশেষ ওখানে গিয়েছি। প্রায় ১০ বছর পর আবার সেখানে গেলাম আমরা। দলের বেশিরভাগ ক্রিকেটারই সেখানে খেলার অতীত অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবেই আমরা অনেক স্ট্রাগল করব। আমি নিশ্চিত, আমাদের এখন টিমের যে অবস্থা তাতে তারা বাউন্স ব্যাক করার সামর্থ রাখে। তারা বাউন্স ব্যাক করবেও এবং আমরা এবার প্রতিযোগিতামূলক একটি ম্যাচ দেখতে পারব।’

দ্বিতীয় টেস্টে কেমন করতে পারে বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘যতই চ্যালেঞ্জিং হোক কন্ডিশন কিংবা টিম, আমাদের সামর্থ্য আছে যে আমরা ভালো করতে পারব। সেটা যে দলই হোক, যে কন্ডিশনই হোক, যে পরিস্থিতিই হোক। এই বিশ্বাসটা আমার মধ্যে আছে, টিমে যারা আছে তাদের সবার মধ্যেও আছে। তারাও ভাবছে পরের ম্যাচে কামব্যাক করার  জন্য।’



রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়