ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পোড়ামন-টু’র নায়ক বাপ্পারাজ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোড়ামন-টু’র নায়ক বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক : ‘তুমি বন্ধু আমার চির সুখে থেকো’, ‘আমি তো একদিন চলে যাব’, ‘তোমরা সবাই থাকো সুখে’সহ বেশ কিছু বিরহ ঘরানার গান আজও দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। জনপ্রিয় এসব গানে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। এসব গানে কষ্টের মাঝে এক ফালি হাসি দিয়ে হাজারো দর্শকের হৃদয় জয় করেছেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রে এ অভিনেতাকে এখন বড় পর্দায় খুব একটা দেখা যায় না। তবে বাপ্পারাজ ভক্তদের জন্য সু-খবর এমন একটি চরিত্র নিয়ে আবারো দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। ২০১৩ সালে মুক্তি পাওয়া দর্শকপ্রিয় সিনেমার ‘পোড়ামন’-এর সিক্যুয়েল ‘পোড়ামন-টু’-তে বাপ্পারাজকে দেখা যাবে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। রাপ্পারাজ ছাড়াও নায়কের ভূমিকায় থাকবেন নবাগত সিয়াম। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত পূজা চেরি।

‘পোড়ামন-টু’ সিনেমায় নায়ক হিসেবে সিয়াম থাকছেন এটা বেশ ঘটা করেই ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে চিত্রনায়ক বাপ্পারাজের বিষয়টি এখনও গোপন রেখেছেন।

গত ২৯ সেপ্টেম্বর থেকে মেহেরপুরে এ সিনেমার শুটিং শুরু হয়। সেখানে সিয়াম-পূজাসহ অনেকে অংশ নেন। আগামী ৯ অক্টোবর থেকে বাপ্পারাজ এ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে নির্মাতা সূত্রে জানা যায়। গত ১২ মার্চ মেঘনা রিসোর্টে ‘পোড়ামন-টু’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়।



রাইজিংবিডি/ঢাকা/৬ অক্টোবর ২০১৭/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়