ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আইসিটি মেলায় ওয়ালটন মোবাইলে ৫ শতাংশ ছাড়

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ১৮ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিটি মেলায় ওয়ালটন মোবাইলে ৫ শতাংশ ছাড়

আবু বকর ইয়ামিন: সাশ্রয়ী মূল্য ও কনফিগারেশন ভালো হওয়ায় এবারের বাংলাদেশ আইসিটি এক্সপোর প্রথম দিনেই সাড়া ফেলেছে ওয়ালটন মোবাইল ফোন সেট। তরুণ-তরুণী ও বৃদ্ধসহ সব বয়সীদের পছন্দের শীর্ষে রয়েছে ওয়ালটন মোবাইল ফোন। মেলা উপলক্ষ্যে ওয়ালটন মোবাইল ফোন সেটে ৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

এছাড়া ১০ হাজার টাকার উপরে কোন পণ্য কিনলে সর্বনিম্ন ২০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে।

এবারের আইসিটি মেলায় ওয়ালটনের প্যাভিলিয়নে রয়েছে ২১টি সুদৃশ্য মডেলের ওয়ালটন মোবাইল ফোনসেট। এর মধ্যে স্মার্ট ফোনের ১২টি এবং ফিচার ফোনের নয়টি মডেল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেলায় এসেছেন সানজিদা খানম তুলি।  সঙ্গে এসেছেন বন্ধু হাসিব ও সায়মা রহমান। তুলি জানান, এর আগে বাণিজ্য মেলা থেকে প্রিমো আরএমথ্রি মডেলের ওয়ালটন মোবাইল ফোনসেট কিনেছেন। এই ফোনসেটের কনফিগারেশন ভাল। নেট স্পিডও খুব ভাল আছে। তাই বান্ধবী সায়মাকে নিয়ে এক্সপোতে এসেছেন। সায়মার ইচ্ছা আছে ওয়ালটনের নতুন মডেল জেডএক্সথ্রি কিনবেন।

হাসিব বলেন, ‘এর আগে কখনো ওয়ালটন মোবাইল ব্যবহার করিনি। ওয়ালটন প্যাভিলিয়নে এসে দেখছি বিভিন্ন মডেলের নজরকাড়া ফোনসেট রয়েছে। বেশির ভাগ মডেলের ফোনসেট দেখলাম। তাতে কনফিগারেশন হিসেবে দাম অনেক কম। এই কনফিগারেশনের অন্য মোবাইল ফোন কিনতে গেলে দাম অনেক পড়ে। তাছাড়া আমার পরিচিত যারা ওয়ালটন ফোন ব্যবহার করেছেন তারাও বলেছেন, ওয়ালটন ফোন খুব ভালো। বোনের জন্য একটা নেবো ভাবছি।’
 


সাশ্রয়ী মূল্যে ভালো কনফিগারেশনের বিষয়টি উল্লেখ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থী আরাফাত রহমান। তিনি জানান, প্রিমো এইচসিক্সপ্লাস মডেলের ফোনসেটটি ভাল লেগেছে।

মহাখালী থেকে পরিবার নিয়ে মেলায় এসেছেন জামাল হোসেন। তিনি মেয়ের জন্য Primo N3 মোবাইল ফোনসেট কিনবেন বলে জানান। তিনি বলেন, ‘ছবি তুলে দেখলাম খুব ভাল আসে। অন্যান্য কনফিগারেশনও ভালো।’

আইসিটি মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ শফিকুল আলম বলেন, ‘এবারের মেলায় ৯৫০ টাকা থেকে শুরু করে ৩৩ হাজার ৯৯০ টাকা পর্যন্ত দামের মোবাইল ফোন রয়েছে। ফিচার ফোনের মধ্যে Olvio P10 ও Olvio MM13 মডেলের ফোনের ভাল চাহিদা দেখছি। স্মার্ট ফোনের মধ্যে রয়েছে Primo Zx3, Primo N3, Primo H6+ মডেলের ফোন।’

তিনি বলেন, ‘ওয়ালটন পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বেড়েছে। ওয়ালটনের কোনো পণ্য একবার কেউ কিনলে তিনি দ্বিতীয়বার আবারো ওয়ালটনের পণ্য কিনতে আসেন। আমরা ওয়ালটন পণ্য দিয়ে বাংলাদেশেকে বিশ্বে পরিচিত করতে চাই।’

শফিকুল আলম বলেন, ‘মোবাইলের ভার্সন পরিবর্তন হলেও কোনো সমস্যা নেই। নতুন ভার্সনের সাথে স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে নেয়া যাবে। নতুন ভার্সনের জন্য আলাদা ফোন কেনা লাগবে না। এছাড়া ওয়ালটন মোবাইলের ক্যামেরা ও র‌্যাম ভাল মানের এবং ব্যাটারির স্থায়িত্ব অন্য ফোনের তুলনায় অনেক বেশি।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে ১৮ অক্টোবর শুরু হয়েছে এ মেলা। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। মেলার প্রধান গেট দিয়ে ঢোকার পরই চোখে পড়বে ওয়ালটন মেগা প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন নম্বর ৪৯, ৫০।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৭/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়