ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কাবুলে দূতাবাস এলাকায় বিস্ফোরণ, নিহত ৮

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৩১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাবুলে দূতাবাস এলাকায় বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের বৈদেশিক দূতাবাসের আবাসিক এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ওয়াজির আকবর খান এলাকায় এই বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে অন্তত আটজন। এছাড়া আহত হয়েছে আরো কয়েকজন।

ওয়াজির আকবর খানের ওই এলাকায় বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। এছাড়া অনেক কূটনীতিকের বাসভবন এবং আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিথি ভবনও সেখানে অবস্থিত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হতাহতরা সবাই বেসামরিক নাগরিক।

আফগানিস্তানের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা তিনজন এবং আহত ১০জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাৎক্ষনিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। এছাড়া বিস্ফোরণের সঠিক কারণও জানা যায়নি।

কাবুল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এটাকে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে আগে থেকে পেতে রাখা বোমার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি কাবুলে একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে শহরের শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিল ৫০ জন লোক। এছাড়া সেনা প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় পৃথক হামলায় নিহত হয় ১৫ সেনা।



রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়