ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে ক্রোয়েশিয়া

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক: গ্রিসকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি দলটি। তবে প্লে-অফে দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে । গ্রিসের বিপক্ষে ফিরতি লেগে গোল না পেলেও দুই লেগের অ্যাগ্রিগেটে জয় পায় ক্রোয়েশিয়া।

গতকাল দ্বিতীয় লেগে গ্রিসের মাঠ স্তাদিও জিওরগিওস কারাইসকাকিতে ক্রোয়েশিয়াকে কোনো গোল করার সুযোগ দেয়নি। তবে প্রথম লেগে নিজেদের মাঠ জাগরেবে ৪-১ গোলেই এগিয়ে রাখে সফরকারীদের। অ্যাগ্রিগেট ব্যবধানে জয় নিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট পায় দলটি।

এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলতে যাচ্ছে ক্রোয়েশিয়া। এর আগে ১৯৯৮, ২০০২, ২০০৬ ও ২০১৪ সালে বিশ্বকাপের মূল পর্বে খেলেছিলো দলটি। কেবল ২০১০ বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি ক্রোয়েশিয়া।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়