ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খালেদা-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে : ইনু

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে : ইনু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জঙ্গিদের সঙ্গী বেগম খালেদা-জামায়াত চক্রকে আগামীতেও ক্ষমতার বাইরে রাখতে হবে। তারা আবার ক্ষমতায় এলে দেশে জঙ্গি উৎপাদন শুরু করবে, রাজাকারদের পুনর্বাসন করে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করবে।

বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জাসদ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনাকে আবার সমর্থন দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে দলের প্রার্থী ঘোষণা করেন জাসদ সভাপতি। তিনি বলেন, সৈয়দ শফিকুল ইসলাম পরীক্ষিত যোগ্য নেতা। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাস দুর্নীতিমুক্ত উন্নত ফুলবাড়ীয়া গড়ে তুলতে সক্ষম হবেন।

উপজেলা জাসদ সভাপতি মো. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ মহানগর জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জাসদ কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা হক রীনা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, ময়মনসিংহ জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন প্রমুখ।

এর আগে তথ্যমন্ত্রী ময়মনসিংহ সার্কিট হাউজে বিটিভি’র ময়মনসিংহ উপকেন্দ্র ও জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।  ফেরার পথে সাংবাদিক শামসুল আলম খানের ফুলবাড়ীয়ায় শাহ আলমিয়া এতিমখানা পরিদর্শন করেন।

ময়মনসিংহ মহানগর জাসদ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বলেন, মহাজোটের মনোনয়ন পেলে এবং সংসদ সদস্য নির্বাচিত হলে ফুলবাড়ীয়াবাসীর একজন সেবক হিসেবে কাজ করতে চান। ফুলবাড়ীয়াকে উন্নত ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।



রাইজিংবিডি/ময়মনসিংহ/২২ নভেম্বর ২০১৭/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়