ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

এক লাখ টন চালসহ ১৩ ক্রয় প্রস্তাব অনুমোদন

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২২ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক লাখ টন চালসহ ১৩ ক্রয় প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিবেদক : দেশে খাদ্য নিশ্চয়তা নিশ্চিত করতে জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক লাখ টন সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ছয়টি কোম্পানি আন্তর্জাতিক বাজার থেকে এ চাল সরবরাহ করবে। এ জন্য সরকারের মোট ব্যয় হবে ৪২৭ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি কাজে দেশের বাইরে অবস্থান করায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

অতিরিক্ত সচিব বলেন, ‘বৈঠকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এক লাখ টন সেদ্ধ চাল আমদানিসহ মোট ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় এক লাখ ১৫ হাজার ৪০৪টি এসপিসি পোল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কনটেক লিমিটেড এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে এসব পোল সংগ্রহ করা হবে। এ জন্য মোট ব্যয় হবে ২১১ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা।’

তিনি বলেন, ‘পাবনায় বেসরকারি খাতে ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের একটি চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বিল্ড ওন অপারেট (বিওও) পদ্ধতিতে প্রকল্পটি স্থাপন করবে স্যাপরজি প্যালনজি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল কোম্পানি প্রাইভেট লিমিটেড। সংস্থাটি ২০ বছর মেয়াদে তাদের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করবে। প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম পড়বে ৯ টাকা ৫৬ পয়সা।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৈঠকে বিবিয়ানা- ৩, ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (সিসিপিপি) নির্মাণ প্রকল্পের সাইট পরিবর্তনের কারণে বিদ্যুৎ নির্গমনের লক্ষ্যে পরিবর্তিত ক্যাবল রুট অনুযায়ী ৮৩৪৮ মিটার এক্সট্রা হাই ভোল্টেজ (ইএইচভি) ক্যাবল ক্রয়ের জন্য অতিরিক্ত ক্রয় আদেশের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। আগে এ খাতে ব্যয় ধরা হয়েছিল ২৯২৩ কোটি ২৭ লাখ টাকা। এ খাতে অতিরিক্ত ব্যয় বেড়েছে ৯৭ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ মোট ব্যয় হবে ৩০২১ কোটি ১৯ লাখ টাকা।’

বৈঠকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ‘বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ফান্ড’ এর অর্থায়নের মাধ্যমে ‘বিবিয়ানা সাউথ ৪০০ মেগাওয়াট (কম/বেশি) গ্যাস ভিত্তিক সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ’ প্রকল্প টান্র্কি ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে নিয়োগকৃত ইপিসি ঠিকাদারের জয়েন্ট ভেঞ্চার পার্টনার পরিবর্তনের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে।’

অতিরিক্ত সচিব বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’এর আওতায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিঃ (জিটিসিএল) কর্তৃক বাস্তবায়নাধীন ফাস্ট ট্র্যাক ভুক্ত প্রকল্প হিসেবে ‘আনোয়ারা-ফৌজদার হাট ৪২ ইঞ্চি ব্যাসের ৩০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের’ পাইপলাইন নির্মাণ কাজের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ৫টি লটে প্রকল্পটি বাস্তবায়ন হবে। এজন্য ব্যয় হবে ৭১ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা। পাইপ লাইন লিমিটেড এবং রয়্যাল পাইপ অ্যান্ড টেকনিকস লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।’

তিনি বলেন, ‘রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০’ এর আওতায় রূপকল্প-৩ শীর্ষক প্রকল্পের আওতায় কসবা-১ এক্সপ্লোরেশন ওয়েল এর জন্য টিউবিং এর সমুদয় মালামাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের ব্যয় হবে ৯২ কোটি ৪৫ লাখ টাকা।’ 

বৈঠকে ‘রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০’ এর আওতায় রূপকল্প-১ শীর্ষক প্রকল্পের আওতায় সালদা এবং রূপকল্প-৩ শীর্ষক প্রকল্পের আওতায় কসবা-১ শীর্ষক এক্সপ্লোরেশন ওয়েল এর জন্য বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুটি গ্রুপে এসব যন্ত্রাংশ সংগ্রহ করা হবে। এজন্য ব্যয় হবে পাঁচ কোটি ৪৮ লাখ ২৫ হাজার টাকা। একই প্রকল্পে অন্য একটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। এতে ব্যয় হবে দুুই কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকা।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘বৈঠকে বিআইডব্লিউটিএ’র জন্য পৃথক দুটি প্রস্তাবে ৫টি ২০ ইঞ্চি কাটার সাকশন এবং ৫টি ১৮ইঞ্চি কাটার সাকশন ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য মোট ব্যয় হবে ৯৫১ কোটি ৫১ লাখ ৪ হাজার টাকা।

এর আগে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোট ৪টি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় বলে অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান।



রাইজিংবিডি/ঢাকা/২২ নভেম্বর ২০১৭/হাসনাত/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়