ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রতিটি করদাতার হাসিমুখই স্বার্থক করবে আয়কর সপ্তাহ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২৪ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিটি করদাতার হাসিমুখই স্বার্থক করবে আয়কর সপ্তাহ

অর্থনৈতিক প্রতিবেদক : ‘আয়কর সপ্তাহ স্বার্থক হবে তখনই, যখন প্রত্যেক করদাতা এখানে হাসিমুখে সুন্দর পরিবেশে আয়কর রিটার্ন দিতে পারবেন। রিটার্ন দাখিল করে তারা যেন বলতে পারেন গতবারের চেয়ে এবারের ব্যবস্থাপনা ভালো হয়েছে।’

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে সপ্তাহব্যাপী কর মেলার উদ্বোধনকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এ কথা বলেন।

এনবিআরের আয়োজনে আয়কর মেলা ও বিকেন্দ্রীকৃত আয়কর মেলার পর এবার প্রতিটি কর অঞ্চলে শুরু হয়েছে ‘আয়কর সপ্তাহ-২০১৭’।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই আয়কর সপ্তাহ চলবে। ঢাকার ১৭টি কর অঞ্চল এবং চট্টগ্রাম, গাজীপুর, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও রবিশালসহ মোট ৩১টি কর অঞ্চলে সপ্তাহব্যাপী এই মেলা চলবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

সপ্তাহব্যাপী এই কর মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান।

মোজাম্মেল হক খান বলেন, ‘বাংলাদেশে কর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। এটি উন্নয়নের অনেক কিছুর নির্দেশক। উন্নয়নের সাথে কর ব্যবস্থাপনার সম্পর্ক ওতোপ্রতোভাবে জড়িত। কর ব্যবস্থাপনা উন্নত না হলে একটি দেশ উন্নত হতে পারে না। সভ্য ও গণতান্ত্রিক দেশে স্বচ্ছভাবে কর আরোপের মাধ্যমে সম্পদ বাড়ানো এবং সেই সম্পদ জনগণের কাজে ব্যয় করা হয়।’

কর দেওয়া ও কর নেওয়ার মধ্যে সম্মানের বিষয় জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘কর দেওয়ার মধ্যে তৃপ্তির বিষয় রয়েছে। দেশের উন্নয়নে আমাদের দায়িত্ব আছে, যা আইন দ্বারা স্বীকৃত। করদাতারা নিজেকে অপরের কাছে করদাতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে, উন্নত দেশকে অতিক্রম করারও একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। এই লক্ষ্যে পৌঁছতে আমরা কাজ করছি, এর জন্য আমাদের যত হাতিয়ার আছে সেগুলোসহ মানসিক শক্তি, সরকারের কাজের প্রতি অঙ্গীকার ও স্বচ্ছতা থাকা দরকার।’

কর অঞ্চল-৪ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আয়কর সপ্তাহ স্বার্থক হবে তখনই যখন প্রত্যেক করদাতা এখানে হাসিমুখে সুন্দর পরিবেশে আয়কর রিটার্ন দিতে পারবেন। রিটার্ন দাখিল করে তারা যেন বলতে পারেন গতবারের চেয়ে এবারের ব্যবস্থাপনা ভালো হয়েছে। সেই জন্য বিভিন্ন কর অঞ্চলের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। করদাতাদের জন্য স্বাচ্ছন্দ্যকর পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে।’

কর অঞ্চল-৪ এর কর কমিশনার রাধেশ্যাম রায় জানান, দ্বিতীয়বারের মতো আয়কর সপ্তাহ শুরু হয়েছে। ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর সপ্তাহ চলবে। এবার ১৯ লাখ করদাতা তাদের রিটার্ন দাখিল করবেন বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এর আগে ১ থেকে ৭ নভেম্বর দেশব্যাপী আয়কর মেলা ও ১২ থেকে ২৩ নভেম্বর বিকেন্দ্রীকৃত আয়কর মেলার মাধ্যমে করদাতাদের রিটার্ন জমা নেওয়া হয়।

১ থেকে ৭ নভেম্বর রাজধানীসহ দেশের ৫৬টি জেলা শহরে, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সারা দেশে আয়কর আহরণ হয়েছে ২ হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ) আব্দুর রাজ্জাক।




রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/এম এ রহমান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়