ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো শুরু

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০১, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো শুরু

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের নতুন ব্র্যান্ডিং আর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই বাজারের সংশ্লিষ্টদের নিয়ে শুরু হলো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনলাইন বিজনেস নিউজপোর্টাল অর্থসূচক ডটকম এর আয়োজন করে। মেলার প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (বিএসইসি) চেয়্যারম্যান ড. এম খায়রুল হোসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

এবারের মেলায় এনবিআরসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত এ কোম্পানিগুলো স্টলগুলোতে তাদের সেবা-পণ্য প্রদর্শন করেছে। এদিকে মেলা শুরুর সময় থেকেই বিনিয়োগকারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।

তৃতীয়বারের মতো আয়োজিত ৩ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে। এ ছাড়া প্রবেশে কুপনের র‍্যাফেল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে এবং প্রতিদিনই সন্ধ্যায় ওই দিনের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে রয়েছে মোটরসাইকেল, মোবাইল ফোন ও বিমান টিকিট ইত্যাদি।

এক্সপোর স্পন্সর হিসেবে রয়েছে-সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস, শাহজীবাজার পাওয়ার লিমিটেড। এ ছাড়া পার্টনারদের মধ্যে রয়েছে আইটি পার্টনার আমরা নেটওয়ার্কস, হোটেল পার্টনার হোটেল দ্যা কক্স টুডে, হোটেল হিল টাওয়ার, বাইক পার্টনার রানার অটোমোবাইলস লিমিটেড, পিআর পার্টনার ইমপ্যাক্ট পিআর, বাংলাদেশ অর্থনৈতিক সমিতি, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।




রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বের ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়