ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সঠিক নেতৃত্বের কারণে মার্কেট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সঠিক নেতৃত্বের কারণে মার্কেট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,  ২০১০ সালে শেয়ার মার্কেটে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সঠিক নেতৃত্বের কারণে আজ পুঁজিবাজার স্থিতিশীল হয়ে উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক ডটকম আয়োজিত তিনদিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের জন্য পুঁজিবাজার খুবই গুরুত্বপূর্ণ। আর পুঁজিবাজারে উন্নতির জন্য বহুজাতিক কোম্পানির পাশাপাশি বড় কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাজ করা উচিৎ।’

তিনি বলেন, ‘পুঁজিবাজারে কোনো নতুন কোম্পানি আসলে আমরা যেন আবার সুযোগ-সুবিধা চেয়ে কোম্পানির ক্ষতি না করি, সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায়। এ বাজার যদি ঠিক না থাকে তাহলে কীভাবে বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সুদের হার সবার চেয়ে বেশি। এ কারণে আমাদের এফডিআর কমে গেছে। তাহলে মানুষ করবে কী? মানুষ ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করেছে। সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।’

বাণিজ্য মন্ত্রী বলেন, ‘ব্যাংকিং খাতকে সঠিকভাবে পরিচালনা  করার জন্য বাংলাদেশ ব্যাংককে সতর্ক থাকতে হবে। এক সময় ব্যাংকগুলো পুঁজিবাজারে ব্যাপক ব্যবসা করেছে।’

তোফায়েল বলেন, ‘৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আজকে সেটা ১৫ হাজার ৮০০ মেগাওয়াট। ৮২ শতাংশ মানুষ এখন বিদ্যুতের সুবিধা ভোগ করে। ২০২১ সালের আগেই শতভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করবে।’

মন্ত্রী বলেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দেশের বাজারে বাড়লে সবাই খেয়াল রাখে কিন্তু আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কথা কেউ খেয়াল রাখে না। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পেলে আমাদের দেশেও দাম বৃদ্ধি পায়। কারণ, কেউ বেশি দামে কিনে কম দামে বিক্রি করবে না।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পরে আমাদের বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। বর্তমানে ৪ লাখ ২০৬ কোটি টাকা। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এবছর প্রাকৃতিক  দুর্যোগের  কারণে ফসল উৎপাদন কিছুটা কম হয়েছে। আশা করি, খুব শিগগরিই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থ  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়্যারম্যান ড. এম খায়রুল হোসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়