ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাবাকে ছাড়িয়ে যাবেন রোনালদো জুনিয়র

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাবাকে ছাড়িয়ে যাবেন রোনালদো জুনিয়র

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে গত বৃহস্পতিবার উঠেছে ব্যালন ডি’অর পুরস্কার। লিওনেল মেসিকে টপকে পঞ্চমবারের মতো রোনালদো জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার।

৩২ বছর বয়সী রোনালদো এর আগে ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে এই পুরস্কার জিতেছিলেন। পাঁচটি ব্যালন ডি’অর জেতা খুব সহজ কথা নয়। নিজেকে শীর্ষে তুলতে অনেক ঘাম ঝরাতে হয়েছে তার।

রোনালদো বলেন, ‘আমি জানি, একটি ব্যালন ডি’অর জেতা কতটা কঠিন। একটি জেতার পর থেকে বিশ্বাস জন্মেছে যে, আরেকটি জয় করা সম্ভব।’

নিজের সাফল্যে বেশ খুশি সিআর সেভেন। আইফেল টাওয়ারে তার হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার। সেখানে তার সঙ্গে ছিল ছেলে রোনালদো জুনিয়র। বাবাকে অভিনন্দন জানিয়েছে সে। রোনালদো জুনিয়র বড় হয়ে পাঁচটি ব্যালন ডি’র জেতার প্রত্যাশা ব্যক্ত করেছে। ছেলের স্বপ্ন ও ইচ্ছের কথা নিশ্চিত করেছেন রোনালদো নিজেই।

 



রোনালদো বলেছেন, ‘আমার ছেলে বলে বলছি না, আমি আমার কিছুটা ছায়া ওর মধ্যে দেখছি। ও আমাকে বলেছে, আমার থেকেও ভালো ফুটবলার হওয়ার ইচ্ছে ওর। পাঁচটি ব্যালন ডি’অরও জিতবে বলে জানিয়েছে সে।’

কিছু দিন ধরেই আলোচনায় ছিল রোনালদো জুনিয়র। গত সপ্তাহে স্পেনে এক ফুটবল ম্যাচে ফ্রি কিকে দারুণ গোল করে নিজের ওপর আলো কেড়ে নেয় রোনালদো জুনিয়র। ইন্টারনেটে এরই মধ্যে ভাইরাল হয়েছে সেই শটের ভিডিও। অনেকেই মনে করছেন, রোনালদোর থেকেও বড় মাপের খেলোয়াড় হবে জুনিয়র রোনালদো।’

ভবিষ্যতে কী হবে তা নিয়ে চিন্তিত নন রোনালদো। ছেলের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা হয়ে সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সিআর সেভেন।



রাইজিংবিডি/ঢাকা/৯ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়