ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ড শুরু বুধবার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ১৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ড শুরু বুধবার

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলা বুধবার থেকে শুরু হবে। চারটি ভেন্যুতে লিগের শেষ রাউন্ডে অংশ নিবে আটটি দল। সকাল ৯টা ৩০ মিনিটে ম্যাচগুলো শুরু হবে।

এরই মধ্যে দলগুলো পৌঁছে গেছে তাদের ম্যাচ ভেন্যুতে। মূল মঞ্চে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সেরে নিয়েছে দলগুলো।

সাভারের বিকেএসপিতে মাঠে নামছে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। খুলনা বিভাগের ক্রিকেটাররা গতকাল বিকেলে রিপোর্টিং করেছে। মিরাজ-মুস্তাফিজ-সৌম্য-বিজয়দের নিয়ে মাঠে নামবে খুলনা বিভাগ। ঢাকা বিভাগের খেলোয়াড়রা সকালে রিপোর্টিংয়ের পর দুপুরে বিকেএসপিতে অনুশীলন করেছে। খুলনা বিভাগের অনুশীলন শুরু হয়েছে বেলা ৩টায়। ঢাকার বিপক্ষে খুলনা ম্যাচটি ড্র করলেই টানা তৃতীয়বারের মতো শিরোপার স্বাদ পাবে আব্দুর রাজ্জাকের খুলনা বিভাগ।

ঢাকা মেট্রোর হয়ে খেলবেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। আছেন মোহাম্মদ আশরাফুল। তাদের প্রতিপক্ষ রাজশাহী বিভাগ। এক ম্যাচ হাতে রেখে পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে আছে রাজশাহী। শেষ ম্যাচ তাই অনেকটাই তাদের জন্য আনুষ্ঠানিকতা। দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উন্নীত হচ্ছে রাজশাহী বিভাগ। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নেটে দুই দল আজ অনুশীলন করেছে। তবে কুয়াশার কারণে সকালের পরিবর্তে দুপুরে অনুশীলন করেছে ঘরের দল রাজশাহী।

রংপুর ও বরিশাল বিভাগের ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুই দল আজ সকালে চট্টগ্রামে পৌঁছাছে। দুপুরে দুই দলই চট্টগ্রামে অনুশীলন করবে বলে জানিয়েছেন দুই দলের ম্যানেজাররা। বরিশালের হয়ে শেষ রাউন্ডে দলকে নেতৃ্ত্ব দিবেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বী। এছাড়া বিপিএল মাতানো সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস খেলবেন বরিশালের জার্সিতে। রংপুরের হয়ে মাঠে নামবেন আরিফুল হক, নাসির হোসেন, লিটন দাস ও নাঈম ইসলামরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় স্তরে দুই দলের প্রথম স্তরে উন্নীত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই দুই দলের ম্যাচটি অনেকটাই শ্রেষ্ঠত্বের লড়াই। চট্টগ্রামের হয়ে এ ম্যাচে মুমিনুল হক খেললেও তামিম ইকবালের খেলার কোনো সম্ভাবনা নেই। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া পেসার আবু জায়েদ রাহী সিলেটের হয়ে খেলবেন।

প্রসঙ্গত, দেশের ক্রিকেটের সবথেকে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে ছয় আসর ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন গ্রুপ। ২০১৬ সালে তিন বছরের জন্য জাতীয় ক্রিকেট লিগের স্পনসর হয় ওয়ালটন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন /শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়