ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এমপি মাহজাবিনের নেতৃত্বাধীন কমিটি বাতিল

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপি মাহজাবিনের নেতৃত্বাধীন কমিটি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক : দুদকের মামলায় আসামি হওয়ার একদিন পরই চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দলীয় সংসদ সদস্য মাহজাবিন মোরশেদকে। একই সঙ্গে তার নেতৃত্বাধীন কমিটি বাতিল করে নতুন করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নতুন কমিটি অনুমোদন দেন।

বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য জানান।

সুনীল শুভ রায় জানান, গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর কমিটি বাতিল করেছেন। ১০১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ। সদস্য সচিব করা হয়েছে ইয়াকুব হোসেনকে। কমিটি দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি জাতীয় পার্টির মহাসচিব হওয়ার পর হঠাৎ করে প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠকে মহানগর জাপার সভাপতির পদ থেকে সরিয়ে দেন। এমপি মাহজাবিনকে আহ্বায়ক ও ইয়াকুব হোসেনকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর জাপার কমিটি গঠন করা হয়েছিল। পরে সম্মেলনের মাধ্যমে মাহজাবিন মোরশেদকে সভাপতি করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়