ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাণিজ্য মেলায় ওয়ালটন ইলেকট্রিক্যাল পণ্যে ৭ শতাংশ ছাড়

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য মেলায় ওয়ালটন ইলেকট্রিক্যাল পণ্যে ৭ শতাংশ ছাড়

অর্থনৈতিক প্রতিবেদক : ইলেকট্রিক্যাল সামগ্রীর এক বিশাল বাজার রয়েছে বাংলাদেশে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বাজারের পরিধিও। তবে এই খাতটি আগে সম্পূর্ণ আমদানিনির্ভর থাকলেও এখন দেশেই বিশ্বমানের হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। বানিজ্য মেলায় ওয়ালটন নিয়ে এসেছে ইলেকট্রিক্যাল সামগ্রীর বিশাল সমাহার।

ইতিমধ্যে প্রতিষ্ঠানটি সারাদেশে সাশ্রয়ী মূল্যে ইলেকট্রিক্যাল সামগ্রী ক্রেতাদের হাতে পৌঁছে দিলেও তাদের চাহিদার কথা চিন্তা করে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা-২০১৮ উপলক্ষে সাত শতাংশ মূল্যছাড় দিচ্ছে। তবে শুধু মাত্র মেলা প্যাভিলিয়ন থেকে ইলেকট্রিক্যাল পণ্য কিনলেই এ ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও সাথে থাকছে কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার অফার। এ অফারের আওতায় ক্রেতারা ওয়ালটনের পণ্য কিনে রেজিস্ট্রেশন করলে সর্বোচ্চ এক লাখ টাকা থেকে সর্বনিম্ন ২০০ টাকা ক্যাশ ভাউচার পাবেন। কিন্তু, ১০ হাজার টাকার বেশি পণ্য কিনে নিবন্ধন করলেই ক্যাশ ভাউচার পাওয়া যাবে বলে জানান মেলার ওয়ালটন প্যাভিলিয়ন সমন্বয়ক শাহ শহীদ চৌধুরী।

 


তিনি বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের মান সঠিক রেখে কম দামে প্রযুক্তি পণ্য তৈরি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স তৈরি ও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। মেলা উপলক্ষে এ পণ্যকে ক্রেতাদের মাঝে পরিচিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

এ প্রসঙ্গে ওয়ালটন প্যাভিলিয়ন ইনচার্জ শফিকুল আলম আরো বলেন, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে এসব পণ্য। প্রচুর অর্থ বিনিয়োগ করে জার্মানি, জাপান, তাইওয়ানের প্রযুক্তিগত সহায়তায় মেধাবী, দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ানরা তৈরি করছেন এসকল পণ্য। মান নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির অনুসরণ করে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি)-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত এসব পণ্য তৈরি হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে আমাদের ইলেকট্রিক্যাল সামগ্রীর মধ্যে ব্যাটারি, এলইডি লাইট, ফ্যান, সুইচ সকেট মোট চার মডেলের বেশ কয়েকটি পণ্য রয়েছে এবং প্রতিটি মডেলের সঙ্গে সাত শতাংশ মূল্যছাড় যুক্ত হবে। এলইডি লাইট মডেলের পণ্যগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পণ্য হচ্ছে- এলইডি বাল্ব, টিউব লাইট, ডাবল টিউব ডেকোরেটিভ লাইট, ডাউন লাইট, প্যানেল লাইট। এলইডি লাইট মডেল অনুযায়ী ১৬৫ থেকে ৩০০ টাকা পর্যন্ত রয়েছে। টিউব লাইট ৪১০ থেকে ৭২৫ টাকা পর্যন্ত রয়েছে। এছাড়া বিভিন্ন মডেলের সিলিং ফ্যান রয়েছে যা ২,৪৯০ টাকা থেকে ২,৯৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

এছাড়াও রয়েছে রিচার্জেবেল ফ্যান, ওয়াল ফ্যান, টেবিল ফ্যান, রিমোর্ট কন্ট্রোল সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান। দাম ৪০০ টাকা থেকে ৫,৬৫০ টাকার মধ্যে।

 


এদিকে সুইচ সকেটের মধ্যে রয়েছে, W1 Series, A8 Series, E4 Series, P1 Series, S3 Series, V8 Series, Smart Switch, Accessories, DB Box সিরিজের পণ্য সামগ্রী। এর মধ্যে W1 Series পণ্যগুলো হল- ওয়ান গ্যাং সুইচ, টু গ্যাং সুইচ, থ্রি গ্যাং সুইচ, ফোর গ্যাং সুইচ, ফাইভ গ্যাং সুইচ, কলিং বেল সুইচ, কমিউনিকেশন সকেট, ডিমার, সকেট, ইউএসবি সকেট, ডিপি সুইচ।

A8 Series এর পণ্যগুলো হচ্ছে- ওয়ান গ্যাং সুইচ (ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে), টু গ্যাং সুইচ (ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে), থ্রি গ্যাং সুইচ (ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে), ফোর গ্যাং সুইচ (ওয়ান ওয়ে অ্যান্ড টু ওয়ে), কলিং বেল সুইচ, কমিউনিকেশন সকেট, ডিমার, সকেট, ব্লাঙ্ক প্লেট, ইউএসবি সকেট, টাইপ সকেট, ডিপি সুইচ এবং E4 Series, P1 Series আকর্ষনীয় মডেলের ইলেক্ট্রিক্যাল পণ্য।

S3 Series ২৮টি ও V8 Series মধ্যেও রয়েছে ২৮টি মডেলের ইলেক্ট্রিক্যাল পণ্য। Smart Switch এর মধ্যে রয়েছে- রিমোর্ট কন্ট্রোল সুইচ। অ্যাকসেসরিজের মধ্যে রয়েছে- ফ্যান রেগুলেটর, বাল্ব হোল্ডার, সিলিং রোজ ইত্যাদি। DB Box এর মধ্যে রয়েছে- WDB-8WTP-63A, SP-1W32C, WDB-PRIME-SP-1W32C, TP-3W63C, WDB-PRIME-TP-3W63C, WDB-3TP-9W।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/নাসির/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়