ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নাঙ্গা পর্বতে এক শ্বাসরুদ্ধকর উদ্ধারাভিযান

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাঙ্গা পর্বতে এক শ্বাসরুদ্ধকর উদ্ধারাভিযান

পোলিশ পর্বতারোহী টমাজের উদ্ধারাভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কিলার মাউন্টেন নামে পরিচিত পাকিস্তানের নাঙ্গা পর্বতে আটকে পড়া ফ্রান্সের এক নারী পবর্তারোহীকে রাতের আঁধারে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে জীবিত উদ্ধার করে এনেছেন পোল্যান্ডের চার পর্বতারোহী।

কোনো ধরনের দড়ি ব্যবহার না করে অন্ধকারে পর্বতের ১ হাজার ২০০ পাড়ি দিয়ে আটকে পড়া কাউকে উদ্ধারের ঘটনা হয়তো এটিই প্রথম।

ফ্রান্সের এলিজাবেথ রিভোল ও তার পোলিশ সহযোগী আরোহী টমাজ ম্যাককিয়েউইজ নাঙ্গা পর্বতের ৭ হাজার ৪০০ মিটার উঁচুতে উঠার পড়া আটকা পড়েন। রিভোলকে জীবিত উদ্ধার করতে পারলেও উদ্ধারকারীরা ম্যাককিয়েউজের কাছে পৌঁছাতে পারেননি। তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা।

নাঙ্গা পবর্তের পাশে বিশ্বের দ্বিতীয় কে-২ পর্বতশৃঙ্গে আরোহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পোল্যান্ডের চার পর্বতারোহী। রিভোলদের আটকা পড়ার খবর পেয়ে নিজেদের মিশন বন্ধ করেন তারা এবং পাকিস্তানের একটি সামরিক হেলিকপ্টারে তাদের নাঙ্গা পর্বতে আনা হয়। রাতভর পর্বতারোহণ শেষে রোববার সকালে তারা খবর পাঠায়, রিভোলকে পাওয়া গেছে এবং তিনি নিরাপদ আছেন।

অবশ্য রিভোলরা যেখানে আটকা পড়েছিলেন, তারও ১ হাজার মিটার নিচে রিভোলকে খুঁজে পাওয়া যায়। রিভোলকে উদ্ধারকারী চার পর্বতারোহী হলেন- ডেনিস উরুবকো, অ্যাডাম বিলেককি, জরোসল বোটোর ও পিয়োত্র।

তথ্যসূত্র : বিবিসি ও এনডিটিভি অনলাইন




রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়