ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের গতিশীলতা বাড়ানো জরুরি’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৯ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের গতিশীলতা বাড়ানো জরুরি’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশের গতিশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এর মাধ্যমেই অপরাধীদের নিয়ন্ত্রণ আনা সম্ভব।

সোমবার বিকেলে ডিএমপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক ডিএমপিকে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে মো. আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে সবচেয়ে প্রথমে দরকার পুলিশের সক্ষমতা বৃদ্ধি। সক্ষমতা বৃদ্ধির বিকল্প অন্য কিছু নেই। পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পপুলার লাইফ ইন্সুরেন্সকে ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, ‘রাজধানীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টি, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। আর পপুলারের গাড়ির মাধ্যমে পুলিশের কাজের গতি আনবে। এ ধারা অব্যাহত থাকলে পুলিশ আগামীতে আরো ভাল কাজ করবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৯ জানুয়ারি ২০১৮/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ