ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যতক্ষণ সম্ভব ব্যাট করতে চাই: সামারাবিরা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যতক্ষণ সম্ভব ব্যাট করতে চাই: সামারাবিরা

ক্রীড়া ডেস্ক: প্রথম ইনিংসে বড় সংগ্রহের পর চট্টগ্রাম টেস্ট নিয়ে আশাবাদী হয়ে উঠেছিল বাংলাদেশি ক্রিকেট প্রেমিরা। কিন্তু স্বাগতিকদের নির্বিষ বোলিং আর গা ছাড়া ফিল্ডিংয়ে তৃতীয় দিন শেষে বাংলাদেশ শিবিরকে হতাশায় ভাসিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বড় সংগ্রহ ছাড়িয়ে এবার লিড নেওয়ার পথে লঙ্কানরা।

বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯ রান পিছিয়ে তৃতীয় দিন শেষে করেছে শ্রীলঙ্কা। আজ ৫০৪ রান তোলার পথে মাত্র ৩ উইকেট হারিয়ে স্বস্তি নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা। কাল চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নেওয়ার পরিকল্পনা থাকবে দলটির। তবে এ প্রসঙ্গে জানতে চাইলে লঙ্কান ব্যাটিং কোচ থিলান সামারাবিরা বলেন, ‘আমরা লিড নিয়ে ভাবছি না। যতক্ষণ সম্ভব আমরা ব্যাট করতে চাই। চতুর্থ দিনে আমরা প্রথমে লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে চাইবো। তারপর দেখবো পরিস্থিতি কি হয়।’

নিজেদের ইনিংসের শুরুতেই রানের খাতা খোলার আগে করুনারত্নেকে হারিয়ে বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। সেই ধাক্কা সামলে ওয়ানডাউনে নামা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে তিনশো রানের বড় জুটি গড়েন উদ্বোধনী আরেক ব্যাটসম্যান কুশাল মেন্ডিস। তাদের প্রশংসা করতে গিয়ে সামারাবিরা বলেন, ‘আমি মনে করি সব ক্রেডিট ধনঞ্জয়া ও কুশাল মেন্ডিস প্রাপ্য। কেননা শুরুতেই উইকেট হারানোর পর তারা দলকে ৩০০ রানের জুটি এনে দেন।’

মাত্র ৪ রানের জন্য আজ ডাবল সেঞ্চুরি মিস করেন কুশল মেন্ডিস। তার প্রশংসা করতে গিয়ে লঙ্কান ব্যাটিং কোচ বলেন, ‘ আমি মনে করি সে (মেন্ডিস) কিছুটা হতাশ হয়েছিল। সবচেয়ে দৃশ্যমান জিনিস হচ্ছে এটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পারলে তার ২৩তম জন্মদিনটি বিশেষ হয়ে থাকত। আমরা তাকে সব সুযোগ দিতে চাই। আমরা বিশ্বাস দলকে দেওয়ার জন্য তার সামার্থ্য রয়েছে। আর এ জন্যই তাকে ওপেনিংয়ে স্থান দেওয়া হয়েছে। এছাড়া কৌশলগতভাবে স্পিনের বিপক্ষে সে বেশ ভালো।’

বাংলাদেশের চেয়ে মাত্র ৯ রান পিছিয়ে আগামীকাল চতুর্থ দিনে ব্যাটিং নামবে শ্রীলঙ্কা। আগামীকালের পরিকল্পনা নিয়ে সামারাবিরা বলেন, ‘আগামীকালের প্রথম দুই ঘন্টা বেশ গুরুত্বপূর্ণ। আমাদেরকে পার্টনারশীপ গড়তে হবে। আমাদের স্বাভাবিকভাবেই ব্যাট করতে হবে। কারণ ১৮০ বেশ পর্যাপ্ত ওভার। আমাদের তিনজন মানের স্পিনার রয়েছে। বাংলাদেশ ৫১৩ রান করার পর বলেছিলাম আমারাও ভালো ব্যাট করতে পারব।’



রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়