ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাণিজ্য মেলায় ওয়ালটন পণ্য বিক্রির ধুম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য মেলায় ওয়ালটন পণ্য বিক্রির ধুম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষের দিকে ওয়ালটনের ফ্রিজ, টিভি ও হোম অ্যাপ্লায়েন্স বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে ওয়ালটন প্যাভিলিয়নের কর্মীদের।

ওয়ালটন প্যাভিলিয়নের কর্মীরা জানান, মেলার শুরু থেকেই ওয়ালটন ফ্রিজ, টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্সের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল অনেক বেশি। এখন মেলার শেষের দিকে এসে ক্রেতাদের সামাল দিতে আমাদের সকলকেই হিমশিম খেতে হচ্ছে।

ওয়ালটন প্যাভিলিয়নের বিক্রয়কর্মী মোহাম্মদ সজীব জানান, সাশ্রয়ী মূল্য, উচ্চ গুণগত মান, আকর্ষণীয় ডিজাইন ও কালার, দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা থাকায় বাণিজ্য মেলার প্রথম দিন থেকেই ফ্রিজ ও টিভি ভালো বিক্রি হয়েছে। আর ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে উন্নতমানের ফ্রিজ মেলার শেষ পর্যায়ে আনা হয়েছে।

তিনি বলেন, ‘বাণিজ্য মেলায় ক্রেতাদের কাছে ওয়ালটন ফ্রিজের কদর একটু বেশি। মেলার প্রথম দিন থেকেই ফ্রিজের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। এখন শেষের দিকে এসে প্রচুর ফ্রিজ বিক্রি হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ওয়ালটন ব্র্যান্ডের নতুন মডেলের ৩২০ লিটারের গ্লাস ডোর রেফ্রিজারেটর বেশি বিক্রি হচ্ছে। এছাড়া ৩১৭ লিটার ও ৩৬৫ লিটারের ফ্রস্ট ফ্রিজ, ৩২৩ লিটারের স্মার্ট ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার সম্বলিত ডিজিটাল ডিসপ্লে, সাইড বাই সাইড নন-ফ্রস্ট ফ্রিজ ও ব্যাচেলর ফ্রিজ ক্রেতাদের নজর কেড়েছে বেশ।’



সজীব জানান, সাশ্রয়ী মূল্য, উচ্চ গুণগত মান, আকর্ষণীয় ডিজাইন ও কালার, দ্রুত এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা থাকায় বাণিজ্য মেলার প্রথম দিন থেকেই ফ্রিজ ভালো বিক্রি হচ্ছে। তাই ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে উন্নতমানের ফ্রিজ তৈরি করছে ওয়ালটন।

মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে ফ্রিজ কিনতে আসা আতিকুল ইসলাম খুব খুশি মুখ নিয়ে বলেন, ‘ওয়ালটন ফ্রিজের দাম অনেক কম, তবে মান খুব ভালো। এ কারণে আমি ওয়ালটনের ফ্রিজ কিনেছি। মেলা থেকে কিনে ৮ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। মিরপুরে আমার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছে তারা।’

ওয়ালটন প্যাভিলিয়নের (নম্বর-২৩) সমন্বয়ক শাহ শহীদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্যের জগতে ওয়ালটন একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড। ফ্রিজ ও হোম অ্যাপ্লায়েন্স শুধু দৈনন্দিন গৃহস্থালী প্রয়োজন মেটায় না, গৃহের সৌন্দর্য্য বর্ধনেও ভূমিকা রাখে। ওয়ালটন ফ্রিজ ও হোম অ্যাপ্লায়েন্সের রং ও ডিজাইনে উঠে এসেছে দেশের কৃষ্টি ও নানা ঐতিহ্য, যা দেখতে সুন্দর। ফলে ক্রেতাদের মাঝে দেশি পণ্য কেনার প্রবণতাও একটু বেশি।’

তিনি আরো বলেন, ‘ওয়ালটন ফ্রিজ দেশে তৈরি হচ্ছে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বড় ডিপের ফ্রিজ তৈরি করা হচ্ছে। যা আমদানি করা ফ্রিজে থাকে না। এই ফ্রিজ কিনলে মধ্যবিত্ত ক্রেতাদের আলাদাভাবে ডিপ ফ্রিজের দরকার হয় না। ফলে গ্রাহকরা ওয়ালটন ফ্রিজের প্রতি বেশি আগ্রহী।’

তিনি বলেন, ‘ক্রেতাদের কথা চিন্তা করে ফ্রিজের ওপর বাণিজ্য মেলায় ‘ডাবল অফার’ অর্থাৎ ৮ শতাংশ ছাড় এবং কোটি টাকার ক্যাশ ভাউচার অফার দেওয়া হয়েছে। এ কারণে ওয়ালটন ফ্রিজের প্রতি ক্রেতারা বেশি আগ্রহী ছিল প্রথম থেকেই। ফ্রিজটির দাম ৩০ হাজার ৯০০ টাকা। ৮ শতাংশ ছাড় দিয়ে দাম আসে ২৮ হাজার ৪৩০ টাকা।’



টিভি বিক্রি প্রসঙ্গে শাহ শহীদ চৌধুরী বলেন, ‘এবার মেলায় টিভি ও ফ্রিজসহ সব পণ্যেই ব্যাপক সাড়া পাচ্ছি। দাম কমানোর পাশাপাশি নতুন বছর ও বাণিজ্য মেলা উপলক্ষে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে বেশ কয়েকটি মডেলের এলইডি, স্মার্ট ও এন্ড্রয়েড টিভি। এছাড়া প্রদর্শন করা হয়েছে ৩২ ইঞ্চির ইন্টারনেট স্মার্ট টিভি। এই টিভিগুলো আন্তর্জাতিক মানের, মূল্যও সাশ্রয়ী।

মেলায় ২০ ইঞ্চি থেকে শুরু করে ৫৫ ইঞ্চি পর্যন্ত এলইডি টিভি বিক্রি হচ্ছে। এর মধ্যে ২৪ ইঞ্চি টেলিভিশন এবং ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টেলিভিশন বেশি চলছে। মেলার শুরু থেকেই ক্রেতাদের প্রধান আকর্ষণ ছিল ২৪ ইঞ্চি ও ৩২ ইঞ্চি টিভির প্রতি। ২৪ ইঞ্চি টিভির দাম রাখা হচ্ছে ১৪ হাজার ৫০০ টাকা। সঙ্গে থাকছে মেলা উপলক্ষে ৮ শতাংশ বিশেষ মূল্য ছাড়। এছাড়া ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি বিক্রি হচ্ছে ২৫ হাজার ৯৯০ টাকায়। এর সঙ্গেও থাকছে ৮ শতাংশ মূল্য ছাড় ও ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ।’

ওয়ালটন টেলিভিশনে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, দুই বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি ও পাঁচ বছরের ফ্রি সার্ভিসের সুবিধা রয়েছে।’

তিনি বলেন, ‘মেলায় ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেও শুরু থেকেই ব্যাপক সাড়া পেয়েছি। গুণগত মান ও দামে সাশ্রয়ী হওয়ায় হোম অ্যাপ্লায়েন্সের সকল পণ্যই ব্যাপক বিক্রি হচ্ছে। মেলা উপলক্ষে হোম অ্যাপ্লায়েন্সের উপর দেওয়া হয়েছে ১০ শতাংশ বিশেষ মূল্য ছাড়।

উল্লেখ্য, এবার বাণিজ্য মেলায় সাত শতাধিক মডেলের পণ্য প্রদর্শন ও বিক্রি করছে ওয়ালটন।

 


রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৮/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়