ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকা টেস্টে ভালো উইকেট চায় শ্রীলঙ্কা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা টেস্টে ভালো উইকেট চায় শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রাম টেস্টে পাঁচ দিনে খেলা হয়েছে ৪২৯.২ ওভার। রান হয়েছে ১৫৩৩টি। আর উইকেট পরেছে ২৪টি। যেখানে উভয় দল স্পিনারদের সংখ্যাধিক্য নিয়ে একাদশ সাজিয়েছে সেখানে স্পিনাররা পাননি কোনো সুবিধা। পেসাররা পাননি বাড়তি বাউন্ড। এমন উইকেটে ড্র ভিন্ন অন্য কোনো ফল হয়নি।

দিনশেষে সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে। তিনি জানিয়েছেন ঢাকা টেস্টে ভালো উইকেট চান, ‘বাংলাদেশ পাঁচ শতাধিক রান করেছে। আমাদের ব্যাটসম্যানরা করেছে সাত শতাধিক রান। আমি মনে করিনা টেস্টের জন্য এটা ভালো উইকেট। কারণ, এই টেস্টে ১৫০০ এর বেশি রান হয়েছে। আমি মনে করি বোলারদের জন্যও পিচে কিছু থাকা উচিত ছিল। তবে আমি আশাবাদী ঢাকা টেস্টের উইকেট ভালো হবে। ব্যাটসম্যান বোলারদের জন্য ৫০-৫০।’

‘উপমহাদেশের উইকেটে সাধারণত চতুর্থ ও পঞ্চম দিনে টার্ন পাওয়া যায়। এখানে তেমন কোনো টার্ন বা বাউন্স ছিল না। অফ দ্য ব্যাকফুটেও ব্যাটসম্যানরা বড় শট খেলতে পেরেছে। কেউ উইকেটে সেট হয়ে গেলেই বড় ইনিংস খেলা সম্ভব হয়েছে। অনেকেই বড় স্কোর গড়েছেন।’ যোগ করেন তিনি।

আজ ছিল শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস। এমন দিনে জয় প্রত্যাশা করেছিল তারা। কিন্তু মুমিনুল হক ও লিটন কুমার দাস সেটা হতে দেননি। এ বিষয়ে করুণারত্নে বলেন, ‘জিততে পারলে সেটা শ্রীলঙ্কার জন্য দারুণ কিছু হত। কারণ, আজ ছিল আমাদের স্বাধীনতা দিবস। আসলে আমাদের সকালেই কিছু উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু উইকেট পেতে বোলারদের অনেক বেগ পেতে হয়েছে। আমরা উইকেট নিতে সবরকম চেষ্টা করেছি। কিন্তু উইকেট কেবল ব্যাটসম্যানদেরই সহায়তা করেছে। তারা অনেক রান করতে পেরেছে।’



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়