ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীতে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের আগের দিন নোয়াখালী জেলা শহরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নোয়াখালী পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু হানিফ, নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর আহমদে ভূইয়া, পৌর যুবদল নেতা মো. রিয়াজ।

আগামীকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। এ মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও এই মামলার আসামি। এ মামলায় দোষী প্রমাণ হলে তাদের কারাদণ্ড হতে পারে। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও নাশকতার মামলা রয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

রাইজিংবিডি/নোয়াখালী/৭ ফেব্রুয়ারি ২০১৮/মাওলা সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়