ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভারতের হয়ে বিরল রেকর্ড গড়লেন শিখর ধাওয়ান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের হয়ে বিরল রেকর্ড গড়লেন শিখর ধাওয়ান

ক্রীড়া ডেস্ক : ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন শিখর ধাওয়ান।

আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৯৯ বলে সেঞ্চুরি করেন ধাওয়ান। এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের শততম ওয়ানডে ও ১৩তম সেঞ্চুরি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরি করলেও ক্রিকেট ইতিহাসে নবম ব্যাটসম্যান তিনি।

সবশেষ ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ভারতের বিপক্ষে শততম ওয়ানডেতে সেঞ্চুরি করার নজির স্থাপন করেছিলেন। ধাওয়ান ও ওয়ার্নারের আগে ওয়েস্ট ইন্ডিজের রামনারেশ সারোয়ান, ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা, পাকিস্তানের ইউসুফ ইয়োহানা (মোহাম্মদ ইউসুফ), নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস ও ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ শততম ওয়ানডেতে সেঞ্চুরি করার নজির স্থাপন করেছেন।

১৯৮৮ সালে ক্রিকেট ইতিহাসের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম ওয়ানডেতে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সেই সেঞ্চুরিটি করেছিলেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়