ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘বাজেটে জ্বালানি ও পরিবহণ খাতে বরাদ্দ বেশি হবে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাজেটে জ্বালানি ও পরিবহণ খাতে বরাদ্দ বেশি হবে’

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এবারের বাজেটে বরাদ্দের দিক থেকে সব থেকে বেশি পাবে জ্বালানি ও পরিবহণ খাত। এ ছাড়াও বাজেটে অগ্রাধিকার দেওয়া হবে স্বাস্থ্য, শিক্ষা ও সেনিটেশনকেও।’

সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিশিষ্ট জন, অর্থনীতিবিদ ও পেশাজীবীদের নিয়ে প্রাকবাজেট আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘প্রতিবছর বাজেটের আকার বাড়ছে। এবার বাজেট হবে ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকার।’

তিনি বলেন, ‘বাজেটের আকার বাড়লে জনসেবা বাড়ে পাশাপাশি জনগণকে অধিক সেবা দেওয়া যায়।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বড় বাজেট বাস্তবায়নের দক্ষতা দেখাচ্ছি, সেই অর্জন আমাদের আছে। আমাদের বরাদ্দ যেখানে বেশি সেখানে জনগণ সেবাও ভালো পাচ্ছে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়