ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হেসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মইন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন জবিউল্লাহ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদেশি কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, স্পেন, সৌদি আরব, সুইডেন, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, ইউএসএআইডির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ গণমাধ্যমকে বলেন, ‘যে দেশে গণতন্ত্র নেই, সে দেশে উন্নয়নশীল দেশের তকমা পুরোপুরি অর্থহীন। এটি জনগণের কাজে আসবে না। আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। অথচ তকমা লাগানো হয়েছে উন্নয়নশীল দেশের। আসলে উন্নয়নশীল দেশের এ তকমা অর্থহীন। কারণ গণতন্ত্র ছাড়া কখনো সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়।’

এ সময় ক্ষমতাসীন দলের ভোট চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সরকারি খরচে জনসভা করে নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচনীবিধি পরিপন্থি কাজ করছেন। প্রধানমন্ত্রী ব্যক্তিগত খরচে দলীয় প্রধান হিসেবে ভোট চাইতেই পারেন। তবে সমান সুযোগ বিরোধী দলগুলোকেও দিতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৮/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়