ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সব ক্ষেত্রে কর হার শূন্য করা সম্ভব না’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২২ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সব ক্ষেত্রে কর হার শূন্য করা সম্ভব না’

অর্থনৈতিক প্রতিবেদক : সব ক্ষেত্রে করের হার শূন্য করা সম্ভব হবে না, তবে যে দাবিগুলো উঠেছে তা বিবেচনা করা যেতে পারে- এ কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

কৃষি ও পোল্ট্রি, তেল, গ্যাস, খাদ্য ও পানীয়, কেমিক্যালস, পেইন্ট বার্নিশ, চামড়া, কসমেটিকস ও টয়লেট্রিজ খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে রোববার এনবিআরের প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সব ক্ষেত্রে করের হার শূন্য করা সম্ভব হবে না। তবে আপনাদের দাবিগুলো বিবেচনা করা যেতে পারে। আমাদের দেশে করপোরেট করের হারে বেশি- এ বিষয়টি নিয়ে বেশ সমালোচনা করা হচ্ছে। তাই এবারে করপোরেট কর কমানোর বিষয়টি বিবেচনা করছি। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে গেলে আবার করপোরেট কর কমানো কঠিন হয়ে যাবে। এখন দেখা যাক কী করা যায়।’

কৃষি ভিত্তিক সমিতিগুলোর কর সুবিধা দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘এগ্রো বেইজড খাতগুলোকে আমরা অগ্রাধিকার দিতে চাই। তবে এসব খাত সংশ্লিষ্টদের উচিত এগ্রোবেইজড শিল্পের প্রতি বেশি নজর দেওয়া। কারণ, আমাদের দেশে কর্মসংস্থান একটি বড় বিষয় আর সেটি আমাদের দেখতে হবে।’

আলোচনা সভায় বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহীন আহমেদ বন্ড সুবিধা বঞ্চিত ট্যানারি শিল্পের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, ‘বন্ড সুবিধা বঞ্চিত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আমরা বিবেচনা করব। যাতে নূন্যতম শর্ত পূরণ করলেই তাদের ওই সুবিধা দেওয়া যায়।’

প্রাক-বাজেট আলোচনায় এনবিআর-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কৃষি, পোল্ট্রি, তেল, গ্যাস, খাদ্য ও পানীয় খাতের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/এম এ রহমান/ইভা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়