ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজস্থানকে হারিয়ে শীর্ষে সাকিবের হায়দরাবাদ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজস্থানকে হারিয়ে শীর্ষে সাকিবের হায়দরাবাদ

ক্রীড়া ডেস্ক : শুরুর দুর্দান্ত ব্যাটিংয়ে এক সময় মনে হয়েছিল ১৫১ রানের লক্ষ্যটা কোনো ব্যাপারই না রাজস্থান রয়্যালসের জন্য।

কিন্তু শেষে দিকে বোলারদের অসাধারণ ভূমিকায় জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। আর এ জয়ের মধ্য দিয়ে আইপিএল টেবিলের শীর্ষে উঠে এলো সাকিব আল হাসানের হায়দরাবাদ।

জয়পুরে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে রাজস্থানকে জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য বেঁধে দেয় হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে সাকিব, রশিদ ও সিদ্ধার্থ কউলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১৪০ রান তুলতেই থেমে যায় রাজস্থানের ইনিংস। তাতে ১১ রানে জয় পায় কেন উইলিয়ামসনের হায়দরাবাদ

জয়ের লক্ষ্যে খেলতে নামা রাজস্থানের শুরুটা ভালো কিছুরই আভাস দিয়েছিল। দলীয় ১৩ রানেই ওপেনার রাহুল ট্রিপাথিকে হারালেও সানজু স্যামসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন আজিঙ্কা রাহানে। দ্বিতীয় উইকেটে তাদের ৫৯ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখছিল রাজস্থান। কিন্তু দলীয় ৭২ রানের সময় এ জুটির প্রতিরোধ ভেঙে দেন সিদ্ধার্থ কউল। বক্তিগত ৪০ রানে স্যামসনের আউটের পর ফঁসকে যেতে থাকে রাজস্থানের ম্যাচ।



ব্যাট হাতে এক প্রান্তে দাঁড়িয়ে দলকে জেতানোর প্রাণপণ চেষ্টা চালিয়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। কিন্তু বাকিরা শুধু আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকায় লক্ষ্যে পৌঁছতে পারেনি রাজস্থান। ৫৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৫ রানে অপরাজিত ছিলেন রাহানে।

বল হাতে আজ পুরো ৪ ওভার বোলিং করলেও কোনো উইকেট পাননি সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে আউট হয়েছেন ৬ রান করেন।  ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। দুটি উইকেট নিয়েছেন সিদ্ধান্ত কউল। এছাড়া ইউসুফ পাঠান, রশিদ খান ও সন্দীপ শর্মা ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৩ রান করেছিলেন তিনি। ৩৯ বলে ৪টি চারে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন অ্যালেক্স হেলস।



রাজস্থানের বিপক্ষে এ জয়ের ফলে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষে সাকিবের দল হায়দরাবাদ। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়