ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শৈলকুপায় মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

আরজু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ১৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শৈলকুপায় মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

শৈলকুপায় মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম আল-সিফাত ইলেকট্রনিক্স এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম আল-সিফাত ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু হয়েছে।

বুধবার এই শোরুমের উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান।

শোরুম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই, প্রাক্তন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন জোয়াদ্ধার, ১নং ত্রিবনী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক খান, ত্রিবনী আওয়ামী লীগের সভাপতি সেকান্দার আলী মোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন মার্সেল মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, এডিশনাল অপারেটিভ ডিরেক্টর ড. সাখাওয়াৎ হোসেন, ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নূরুল ইসলাম রুবেল, মার্সেল হা-শো সিজন-৪ চ্যাম্পিয়ন মহারাজ ইমন এবং ডিস্ট্রিবিউটর মো. মাহাবুব আলম।

উল্লেখ্য, এই শোরুমে পাওয়া যাবে বিশ্বের সর্বোচ্চ ও আধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মার্সেল প্রেজেন্টস হা-শো সিজন-৪ এর চ্যাম্পিয়ন কৌতুকের রাজা মহারাজ ইমনের পরিবেশনা। তিনি বিভিন্ন মজাদার কৌতুক উপস্থাপনের মাধ্যমে উপস্থিত দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ব্র্যান্ডের মধ্যে অন্যতম। সর্বাধুনিক প্রযুক্তি, আর্কষণীয় ও বৈচিত্র্যময় ডিজাইন, সাশ্রয়ী মূল্য, সহজ কিস্তি সুবিধা, আইএসও স্ট্যান্ডার্ড দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্ক থাকায় অতি দ্রুত গ্রাহকপ্রিয়তার শীর্ষে ওঠে এসেছে মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী। মার্সেল খুব শিগগিরই অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

 

 


রাইজিংবিডি/ঝিনাইদহ/১৭ মে ২০১৮/আরজু/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়