ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ব্যাংক নোট ছাড়ল রাশিয়া

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ব্যাংক নোট ছাড়ল রাশিয়া

ক্রীড়া ডেস্ক : আর মাত্র ২১ দিন। তারপরই মাঠে গড়াবে গ্রেটেস্ট শোন অন আর্থ ‘ফুটবল বিশ্বকাপ’। এবারের বিশ্বকাপের আয়োজক রাশিয়া। এই বিশ্বকাপকে সামনে রেখে তাদের আয়োজনের শেষ নেই। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে স্মারক ব্যাংক নোট প্রচলন। বুধবার রাশিয়া ১০০ রুবল মূল্যের স্মারক ব্যাংক নোট উন্মোচন করেছে।

নোটটির একপাশে দেখা যাচ্ছে বল হাতে দাঁড়িয়ে থাকা এক কিশোর সাবেক সোভিয়েত ইউনিয়নের কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের প্রতিচ্ছবির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অপর পৃষ্টে ফুটবলের মধ্যে রাশিয়ার মানচিত্র রয়েছে, তার মধ্যে রয়েছে রাশিয়া বিশ্বকাপের ১১ ভেন্যু শহরগুলোর নাম। নোটটির মূল্যমান ১.৩৮ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১৩৬.৭১ টাকা।



নোটটির বেশ কিছু বিশেষত্বের বিষয়টি উল্লেখ করে রাশিয়ার টাকশালের ডিরেক্টর জেনালের আর্কাদি ট্রাচুক বলেন, ‘এটা রাশিয়ার প্রথম কোনো ব্যাংক নোট যেটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ পলিমার দিয়ে। এবং এই নোটে প্রথমবারের মতো এমন কারো ছবি ব্যবহার করা হয়েছে যারা কিনা রাষ্ট্রের প্রধান নন (কিশোর ও লেভ ইয়াসিন)।’

বিশ্বকাপ শুরুর আগে মোট ২ কোটি স্মারক নোট বাজারে ছাড়া হবে।

ভিডিও :

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়