ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটনের ‍পৃষ্ঠপোষকতায় পথশিশুদের ফুটবল টুর্নামেন্ট

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের ‍পৃষ্ঠপোষকতায় পথশিশুদের ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক : সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের নানা অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখার উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া পৃষ্ঠপোষক ব্র্যান্ড ওয়ালটনের সার্বিক সহযোগিতায় ২০১৫ সাল থেকে আয়োজিত হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় এবারও স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হতে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট। তৃতীয়বারের মতো এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে ওয়ালটন গ্রুপ।

বিশ্বকাপে আনন্দ পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। চলতি সপ্তাহে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে গঠিত ছয়টি দল নিয়ে পল্টন মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইরান, স্পেন ও জাপানের নামে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে।

টুর্নামেন্টের বিষয়ে যোগাযোগ করা হলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক ও ওয়ালটন সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. ইয়াহিয়া বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় তৃতীয়াবারের মতো চলতি সপ্তাহে আয়োজিত হতে যাচ্ছে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্ট। এবার বিশ্বকাপে অংশ নেওয়া ছয়টি দলের নামে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে দল গঠন করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি দলকে অংশগ্রহণ ফি দেওয়া হবে। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে প্রাইজমানি দেওয়া হবে।’

ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ধন্যবাদ জানাবো ওয়ালটন গ্রুপকে। তারা সব সময় এই টুর্নামেন্টের পাশে আছে। আসলে পথশিশুরা যাতে বিপদগামী না হয় সে জন্য আমরা এই টুর্নামেন্ট আয়োজন করি। এসব সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা এই টুর্নামেন্টে খেলতে পেরে কী যে আনন্দিত হয় সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের সেই আনন্দ কোটি টাকায় আসলে কেনা যাবে না। এটার কৃতিত্ব আসলে ওয়ালটন গ্রুপকেও দিতে হবে।’

ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) টুর্নামেন্টের বিষয়ে বলেন,  ‘২০১৫ সাল থেকে আমরা ওয়ালটন গ্রুপ পথহারা ও সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের জন্য ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছি। তারই ধারাবাহিকতায় এবারও এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছি। এবার বিশ্বকাপকে সামনে রেখে এই ‍টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। ছয়টি দল অংশ নিবে। অনেক পথশিশু খেলবে সেখানে। সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মধ্য থেকে আসলে এতোগুলো খেলোয়াড় খুঁজে বের করা, তাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা, দল গঠন করা সহজ কাজ নয়। এই টুর্নামেন্ট নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে এই সব পথ শিশুদের মধ্যে যেসব নানা অপরাধমূলক কাজের প্রবণতা রয়েছে তা ধীরে ধীরে কমে আসবে। এক সময় তারাও সমাজে সুস্থ সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠবে। তাদেরকে স্বাভাবিক জীবনযাপনের বলয়ের মধ্যে নিয়ে আসা যাবে। সে লক্ষ্যেই আমরা এই টুর্নামেন্টের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত হচ্ছি।’

প্রতিটি দলে ৯ জন করে খেলোয়াড় খেলার সুযোগ পাবে। গোলরক্ষক বাদে দুজন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। খেলা হবে ৩০মি.+১০ মি.+৩০ মিনিট।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার থাকবে এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ ‍জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়