ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফরাসি ক্লাব নিসের কোচ হলেন ভিয়েরা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফরাসি ক্লাব নিসের কোচ হলেন ভিয়েরা

ক্রীড়া ডেস্ক : ফরাসি ক্লাব নিসের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাক্তন আর্সেনাল অধিনায়ক প্যাট্রিক ভিয়েরা।

প্রাক্তন ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও জুভেন্টাস মিডফিল্ডার ভিয়েরা গত তিন মৌসুমে নিউ ইয়র্ক সিটির প্রধান কোচ ছিলেন।

নিউ ইয়র্ক সিটির দায়িত্ব ছেড়ে আসার সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল বলেই জানালেন ৪১ বছর বয়সি ভিয়েরা, ‘নিউ ইয়র্ক সিটি ছেড়ে আসাটা আমার ও আমার পরিবারের জন্য কঠিন সিদ্ধান্ত ছিল।’

গত মৌসুমে লিগ ওয়ানে অষ্টম স্থানে ছিল নিস। এক পয়েন্টের জন্য তারা ইউরোপা লিগে জায়গা পায়নি।

ভিয়েরা নিসে লুসিয়েন ফ্যাভরের স্থলাভিষিক্ত হলেন। যিনি গত মাসে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্ব নিয়েছেন।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ী তারকা ভিয়েরা ২০১১ সালে ৩৫ বছর বয়সে ম্যানচেস্টার সিটি থেকে অবসর নেন এবং প্রিমিয়ার লিগের ক্লাবটির ফুটবল উন্নয়ন নির্বাহীর দায়িত্ব পান।

২০১৫ সালে ম্যানচেস্টার সিটির অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে তিনি নিউ ইয়র্ক সিটির সঙ্গে তিন বছরের চুক্তি করেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়