ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪ প্রকল্পে ১৬০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ প্রকল্পে ১৬০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, দেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে গত এক দশকে চারটি প্রকল্পে ১ হাজার ৬০০ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, সিডর উত্তর দুর্যোগ মোকাবিলায় বিশ্বব্যাংক ‘ইমারজেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রিস্টোরেশন’ প্রকল্পে ৩০৫ দশমিক ৭৮ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে। যা শুরু হয় ২০০৮ সালে, শেষ হবে আগামী ৩০ জুন। এর অগ্রগতির হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ। ‘এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুয়োরেস্ট’ প্রকল্পে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। যা ২০১১ সালে শুরু হয়ে ২০১৪ সালের ৩০ জুন শেষ হয়েছে।

তিনি আরো জানান, ‘সেফটি নেট সিস্টেম ফর দ্য পুয়োরেস্ট’ প্রকল্পে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। যা শেষ হবে ২০১৯ সালের ৩০ ‍জুন। এ প্রকল্পের অগ্রগতি ৮৯ শতাংশ। এর এডিশনাল প্রকল্পে পুনরায় ২৪৫ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে, যার অগ্রগতি ৪ দশমিক ৭৮ শতাংশ। শেষ প্রকল্পটি হলো ‘কোস্টাল এমবার্কিং ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ফেস-১’। এ প্রকল্পে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। যা ২০২০ সালের জুনে শেষ হবে। এর অগ্রগতি ১৯ শতাংশ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৮/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়