ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সার্টিফিকেট জালিয়াতিতে মামলায় ফাঁসলেন অধ্যক্ষসসহ ৩ শিক্ষক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সার্টিফিকেট জালিয়াতিতে মামলায় ফাঁসলেন অধ্যক্ষসসহ ৩ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : জাল রেকর্ডপত্রের মাধ্যমে কলেজ শিক্ষক নিয়োগ দেওয়ার অপরাধে অধ্যক্ষসহ তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজশাহীর পবার দারুশা কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিয়োগে সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্রে এমন জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

সোমবার  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) করমহর থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন- দারুশা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, নিয়োগপ্রাপ্ত প্রভাষক  মোছা. জাফরীন আলম এবং রাজশাহী সরকারি কলেজের

উদ্ভিদ বিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ এস এম আলী আকবর  (বিশেষজ্ঞ ও ডিজির প্রতিনিধি)।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল রেকর্ডপত্র তৈরি করে মোছা. জাফরীন আলমকে দারুশা কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। আর চাকরি করার সুযোগ ও  এমপিওভূক্তির মাধ্যমে ২০০২ সালের ৬ এপ্রিল থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা বাবদ মোট ১৯ লাখ ৯৭ হাজার ৬৯৪ টাকা উত্তোলন পূর্বক আত্মসাত করার অভিযোগ প্রমাণিত হয়েছে। যা দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৯/১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়