ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসাপাতালের আয়কর মওকুফ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসাপাতালের আয়কর মওকুফ

অর্থনৈতিক প্রতিবেদক : ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালকে শর্ত সাপেক্ষে তিন বছরের জন্য আয়কর হতে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শর্ত সাপেক্ষে তিন বছরের জন্য ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের জনকল্যাণ ও সেবামূলক কার্যক্রম হতে উদ্ভূত আয়কর প্রদান হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। সম্প্রতি জারি  করা ওই আদেশ ৩০ মে হতে কার্যকর ধরা হয়েছে।

শর্তগুলো হলো- ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের শিক্ষা, জনকল্যাণ ও স্বাস্থ্যসেবা খাতে ব্যবহার করতে হবে এবং উক্ত ইনস্টিটিউট ও হাসপাতালকে উক্ত আয়কর আইনের ৭৫ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

রাজধানীর ফার্মগেটে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল অবস্থিত। তিন তলা ভবনের ইস্পাহানি ইসলামিয়া আই ইনিস্টিটিউট অ্যান্ড হসপিটাল ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। মির্জা আহমেদ ইস্পাহানি এটি প্রতিষ্ঠা করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়