ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভুতুড়ে কাণ্ড নয়, করণিক ভুল : বাংলাদেশ ব্যাংক

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুতুড়ে কাণ্ড নয়, করণিক ভুল : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত স্বর্ণের মান কমে যাওয়ার বিষয়ে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি একটি করণিক ভুলের ওপর নির্ভর করে লেখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার দেশের শীর্ষস্থানীয় দৈনিকটির প্রধান শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি তোলপাড় ফেলার পর বিকেল ৫টার দিকে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রবিউল হোসেন বিষয়টির ব্যাখ্যা দেন।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বলেন, ‘এটা করণিক ভুল। স্বর্ণ যখন শুল্ক গোয়েন্দার কাছ থেকে নেওয়া হয় তখন তাদেরকে বলা হয় ৪০। এটি ইংরেজিতে লেখার সময় বাংলা ৪০কে ইংরেজিতে 80 (৮০) লিখে ফেলা হয় এবং এতেই বিভ্রান্তি তৈরি হয়েছে।’

রবিউল জানান, শুল্ক গোয়েন্দা থেকে স্বর্ণ নিয়ে আসার পর যখন আবার মাপা হয় তখন সেখানে ৪৬ শতাংশ স্বর্ণ পাওয়া যায়।

রবিউল হোসেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত স্বর্ণ হেরফের হওয়ার কোনো সুযোগ নেই। স্বর্ণ হেরফের হওয়ার অভিযোগ সত্য নয়। কারণ, যিনি যে ভাবে জমা দিয়েছিলেন সে ভাবেই আছে বলে আমাদের প্রত্যয়নও করেছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা শুল্ক গোয়েন্দার নিজস্ব রিপোর্ট। এই রিপোর্টের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো সম্পর্ক নেই। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মেশিনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মেশিনের মাপের পার্থক্য হয়। এই মেশিন নিয়ে সন্দেহ আছে এবং এ বিষয়ে আমরা লিখিত জবাবও দিয়েছি। যেসব স্বর্ণ নিয়ে অভিযোগ তোলা হয়েছে তা তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই করার আবেদন করা হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৮/নাছির/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়