ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

হজ ব্যবস্থাপনাকে আরো নিয়মের মধ্যে নিয়ে আসার আহ্বান

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হজ ব্যবস্থাপনাকে আরো নিয়মের মধ্যে নিয়ে আসার আহ্বান

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের হজ ব্যবস্থাপনাকে আরো নিয়মের মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

পাশাপাশি হজ গমনেচ্ছুদের সুবিধার্থে তৃতীয় কোন কোম্পানির হজ ফ্লাইট চালু করা এবং হজ পালনকারীদের বিমানযাত্রার ব্যয় কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সগঠনটি।

এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স- এর এক সভায় এ আহ্বান জানায় সংগঠনটি। সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির চেয়ারম্যান আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন চার্জ মো: মাসুদুর রহমান মিলন, ধর্ম মন্ত্রণালয়ের সহকারি সচিব মো: জিয়াউদ্দিন, এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, আবু মোতালেব, মো: নিজাম উদ্দিন, হাফেজ হারুণ অর রশিদ, আঞ্জুমান মুফিদুল ইসলাম এবং বিভিন্ন ট্র্যাভেল এজেন্সির প্রতিনিধিরা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৮/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়