ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন-ইন্ডিপেনডেন্ট বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১২ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন-ইন্ডিপেনডেন্ট বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন-ইন্ডিপেনডেন্ট ফিফা বিশ্বকাপ ২০১৮ –এর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার রাজধানীতে বেক্সিমকোর মিডিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার নির্বাহী সম্পাদক শামীম আবদুল্লাহ জাহেদি ও ওয়ালটনের নির্বাহী পরিচালক (পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তা বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।



বিশ্বকাপ চলাকালে দুই পর্বে এই কুইজ প্রতিযোগিতা হয়। প্রথম পর্বে ১৯ হাজার ৫৪৫ জন অংশ নেন এবং সঠিক উত্তর দেন ১২ হাজার ৬৬৩ জন। দ্বিতীয় পর্বে অংশ নেন ৩৪ হাজার ৮৩০ জন। সঠিক উত্তর দিয়েছেন ২৫ হাজর ৭৮৫ জন।

কুইজ প্রতিযোগিতার প্রথম পর্বের প্রথম পুরস্কার পেয়েছেন ঢাকার নাসিমা এবং দ্বিতীয় পর্বে প্রথম পুরস্কার বিজয়ী সৌভাগ্যবান হলেন রংপুরের সজিব।



প্রথম পর্বের বিজয়ীরা হলেন-

প্রথম পুরস্কার: ১২ দশমিক ৫ সিএফটি ওয়ালটন রেফ্রিজারেটর (নাসিমা, ঢাকা)); দ্বিতীয় পুরস্কার: ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি (ফারাজ জামিল চৌধুরী, ঢাকা); তৃতীয় পুরস্কার: ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন (মো. সেলিম হোসেন, মানিকগঞ্জ); চতুর্থ পুরস্কার: পাঁচটি ওয়ালটন ব্লেন্ডার (সোয়েব খান, ঢাকা; লিমন, ঢাকা; জিনাত, কুমিল্লা; আবদুল্লাহ আল মামুন, ঢাকা ও তিশাম, ঢাকা ), পঞ্চম পুরস্কার: পাঁচটি ওয়ালটন রাইস কুকার (এম এম বেগম,, চট্টগ্রাম; ফরিদ, লক্ষ্মীপুর; আবদুল কাদের, ঢাকা; জাফরুল সাদিক, ঢাকা ও সজিব, রংপুর)।



দ্বিতীয় পর্বের বিজয়ীরা হলেন-

প্রথম পুরস্কার: ৪৩ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন (সজিব, রংপুর); দ্বিতীয় পুরস্কার: ১২ দশমিক ৫ সিএফটি ওয়ালটন রেফ্রিজারেটর (মো. শাহীন, কুমিল্লা); তৃতীয় পুরস্কার: ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন (রাহুল সেন, চট্টগ্রাম); চতুর্থ পুরস্কার: পাঁচটি ওয়ালটন ব্লেন্ডার (নাজমুল, ঢাকা; মো. আবু হাসনাত, ঢাকা; জনি, ঢাকা; মারু, ঢাকা ও আমরান হোসেন, ঢাকা); পঞ্চম পুরস্কার: পাঁচটি ওয়ালটন রাইস কুকার (ফরিদ, লক্ষ্মীপুর; লিমন; মিম, ঢাকা; মারিয়া, ঢাকা ও মো. রিজওয়ানুল হক, ঢাকা)।



রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৮/সাইফ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়