ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভোরের কাগজে এক দিনে তিন ড্র

সুমন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১৬ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোরের কাগজে এক দিনে তিন ড্র

ক্রীড়া প্রতিবেদক : ফ্রান্স-ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে ১৪ জুলাই পর্দা নেমেছে ২১তম ফিফা বিশ্বকাপের। চার বছর পর ২০২২ সালে কাতারে বসবে ২২তম বিশ্বকাপের আসর। ফ্রান্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের উম্মাদনা শেষ হলেও ভোরের কাগজের লাখ লাখ পাঠকের অংশ গ্রহণে বিশ্বকাপের কুইজের ড্রয়ের উম্মাদনা বৃহস্পতিবার শেষ হয়েছে।

মার্সেল, টিসিএল এবং সনি-র‌্যাংগসের বিশ্বকাপ ফুটবল কুইজের লটারি ড্রয়ে উপস্থিত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিজ্ঞাপন ব্যবস্থাপক এস এম এ রাজ্জাক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও অর্থ ব্যবস্থাপক মো: আবদুল করিম (সোহাগ), প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার, সার্কুলেশন ইনচার্জ মো: তছলিম চৌধুরী, স্পোর্টস ইনচার্জ শামসুজ্জামান শামস, সিনিয়র বিজ্ঞাপন নির্বাহী গোবিন্দ নাহা, প্রশাসনিক কর্মকর্তা আমবারিন খান। ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মার্কেটিং মো. হুমায়ুন কবির (কবি) এবং সহকারী সিনিয়র অফিসার মো. আরজু হোসেন। টিসিএল-শাহনূর ইলেকট্রনিক্সের কর্মাশিয়াল অফিসার এস.কে টিটু ও ম্যানেজার অডিট এন্ড একাউন্টস এম.এ.কে মহিউদ্দীন। র‌্যাংগস ইলেকট্রনিক্সের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান ইমাম (আরমান)।

বৃহস্পতিবার সকালে প্রথমে মার্সেল-ভোরের কাগজ বিশ্বকাপ ফুটবল কুইজের ড্র অনুষ্ঠিত হয়। দুই পর্বের এই ড্রয়ে তেরটি করে ছাব্বিশটি পুরস্কার ছিল। প্রথম পর্বের প্রথম পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর পেয়েছেন মাসুদ, পিতা আলী, যাত্রাবাড়ি। দ্বিতীয় পুরস্কার মার্সেল ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন আকাশ, পিতা মিন্টু, নয়ামাটি। তৃতীয় পুরস্কার মার্সেল ২৪ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন নাজমা, পিতা শাহজাহান, আনন্দনগর মিরপুর। চতুর্থ পুরস্কার ৫টি মার্সেল ব্লেন্ডার পেয়েছেন মোহনা, পিতা মুহিন, সানারপাড়। জনি পিতা আবদুর রহিম, নয়ামাটি। যুবরাজ, পিতা ইকবাল আহমেদ, মানিকনগর-ঢাকা। মো. শাহপরাণ, পিতা মো. শাহজাহান, আর বাজার চট্টগ্রাম। ইয়াসিন, চট্টগ্রাম।

পঞ্চম পুরস্কার মার্সেল রাইস কুকার ৫টি পেয়েছেন খন্দকার এরফান আলী, পিতা একে এম আকরাম আলী, শ্রীপুর, মাগুরা। মিম, মানিকনগর, ঢাকা। আনসার, পিতা শহিদ, ডেমরা;  শাহদাত, পিতা  আলী মিয়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা; ইসরাত জাহান ইশিতা পিতা দেলোয়ার হোসেন উত্তর মুগদা ঢাকা।

মার্সেল-ভোরের কাগজ ফুটবল বিশ্বকাপ কুইজের দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার মার্সেল ৪৩ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন রুবায়েদ, পিতা সাইফুল বাড্ডা ঢাকা। দ্বিতীয় পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর পেয়েছেন মো: শাহজাহান, পিতা অলি মিয়া, চৌদ্দ গ্রাম। তৃতীয় পুরস্কার  মার্সেল ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন তানজিম মাহমুদ, পিতা মো. নুরুল আক্তার, আদাবর, শ্যামলী।

চতুর্থ পুরস্কার ৫টি মার্সেল ব্লেন্ডার জিতেছেন মো. আহসান উল হক ফাহাদ, পিতা মো. এমদাদুল হক মধুবাগ, মগবাজার, ঢাকা। মো. মামুন, পিতা মো. মজিবুর রহমান, মোহাম্মদপুর, ঢাকা। জাকিয়া সুলতানা, পিতা শামসুল ইসলাম, কান্দি পাড়া, ব্রাক্ষ্মণবড়িয়া।

মোহাম্মদ সবুজ, পিতা ইয়াসিন হাওলাদার, ঢাকা।

নাজমুল, পিতা নূরনবী, ডেমরা, নারায়ণগঞ্জ।

পঞ্চম পুরস্কার: ৫টি রাইস কুকার পেয়েছেন আকলিমা, পিতা আনোয়ার, আগারগাঁও, ঢাকা। তাসফিন মাহমুদ, পিতা নুরুল আক্তার, আদাবর, শ্যামলী, ঢাকা। ফরহাদুল হাসান, পিতা জামাল উদ্দিন, আদমজী, নারায়ণগঞ্জ। কেয়া, পিতা কাজল, নয়াবাজার, ঢাকা। আছিয়া খাতুন, পিতা মোহাম্মদ দুলাল, ঢাকা।

টিসিএল-ভোরের কাগজ ফুটবল বিশ্বকাপ কুইজে প্রথম পুরস্কার রেফ্রিজারেটর পেয়েছেন মোহাম্মদ মামুন, মোহাম্মদপুর, ঢাকা। দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি ২৮ ইঞ্চি পেয়েছেন কার্তিক মজুমদার, মনোহরগঞ্জ, কুমিল্লা।

তৃতীয় পুরস্কার এলইডি টিভি ২৪ ইঞ্চি পেয়েছেন খোদেজা, নয়ামাটি। চতুর্থ পুরস্কার ২টি টিসিএল সিলিং ফ্যান পেয়েছেন আবদুল মুকিত, মধুবাগ, ঢাকা। মোসাদ্দেক উল হক, নান্দাইল, ময়মনসিংহ।

পঞ্চম পুরস্কার টিসিএল ভোল্টেজ স্ট্যাবিলাইজার ২টি পেয়েছেন শাহীন ভুঁইয়া, বাংলা মোটর, ঢাকা। ফারহানা আক্তার, খিলগাঁও, তিলপাপাড়া, ঢাকা।

সনি র‌্যাংগস-ভোরের কাগজ ফুটবল বিশ্বকাপ কুইজে প্রথম পুরস্কার র‌্যাংগস এলইডি টিভি ৩২ ইঞ্চি পেয়েছেন নাজনীন আক্তার, রতনপুর, ভোলা। দ্বিতীয় পুরস্কার র‌্যাংগস এলইডি টিভি ২৪ ইঞ্চি পেয়েছেন উম্মে মারুফা আশা, পিতা মোশারফ হোসেন, গোদনাইল, নারায়ণগঞ্চ। তৃতীয় পুরস্কার সনি ওয়্যারলেস স্পিকার পেয়েছেন মোহাম্মদ ইফসুফ, পিতা মমতাজ উদ্দীন, মগবাজার, ঢাকা।



রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৮/সুমন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়