ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যৌতুক নিরোধ বিলের রিপোর্ট চূড়ান্ত

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যৌতুক নিরোধ বিলের রিপোর্ট চূড়ান্ত

সচিবালয় প্রতিবেদক : জাতীয় সংসদে উপস্থাপনের জন্য যৌতুক নিরোধ বিল, ২০১৮ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে এ রিপোর্ট চূড়ান্ত করা হয়। এর আগে যৌতুক নিরোধ বিল, ২০১৮ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন।

সভায় কমিটির সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ, বেগম ফজিলাতুন নেসা এবং মনোয়ারা বেগম অংশগ্রহণ করেন।

সভার শুরুতেই শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য যারা ’৭৫-এর ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শত্রু ও তাদের দেশি-বিদেশি দোসরদের ষড়যন্ত্রে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত হয়েছেন তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সভায় মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়