ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ম্যানইউর অযোগ্য কোচ মরিনহো : কান্তোনা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানইউর অযোগ্য কোচ মরিনহো : কান্তোনা

ক্রীড়া ডেস্ক : কোচিং ক্যারিয়ারে ইউরোপের সেরা সবগুলো লিগেই শিরোপা জিতেছেন হোসে মরিনহো। বিশ্বের সেরা কয়েকজন কোচের নাম জানতে চাইলে প্রথম কাতারেই থাকবেন পর্তুগিজ এ কোচ। কিন্তু সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কঠিন সময় পার করছেন তিনি।

চলতি মৌসুমে ম্যানইউর একের পর এক বাজে পারফরম্যান্সে মরিনহোকে নিয়ে সমালোচনা চলছে। এমন সমালোচকদের সঙ্গে এবার যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফরোয়ার্ড এরিক কান্তোনা। এর আগে চেলসির হয়ে ইংলিশ লিগে শিরোপা জিতলেও ম্যানইউর জন্য মরিনহো ভুল কোচ বলে মনে করেন তিনি। তার বিশ্বাস রেডডেভিলসদের জন্য মরিনহোর চেয়ে পেপ গার্দিওলাই নাকি অধিকতর যোগ্য ।

চলতি মৌসুমে লিগে ইতিমধ্যেই ব্রাইটন ও টটেনহামের মতো দলের বিপক্ষে হেরেছে ম্যানইউ।ইংল্যান্ডের সবচেয়ে সফল এ ক্লাবটি নিজেদের তিনটি লিগ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। তাই বর্তমান কোচের প্রতি ক্ষোভ প্রকাশ করেছন কান্তোনা।

ম্যানইউর জার্সি গায়ে ৪টি লিগ শিরোপা জিতেছেন কান্তোনা। বর্তমানে মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি ধুঁকতে থাকলেও এটি শিরোপা জিতবে বলে বিশ্বাস তার। তবে বর্তমান কোচ মরিনহোর খেলার ধরন পছন্দ নয় তার।



রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়