ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারত। মালদ্বীপের বিপক্ষে আজকের ম্যাচেও নিজেদের সেরাটা জানান দিয়েছে দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারায় ভারত।

মালদ্বীপের বিপক্ষে জিতে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ভারত। নিজেদের মধ্যে ম্যাচ গোলশূন্য ড্র করা মালদ্বীপ ও শ্রীলঙ্কার পয়েন্ট ১ করে। পয়েন্ট ও গোল ব্যবধান সমান হওয়ায় টসে গড়ায় মালদ্বীপ ও শ্রীলঙ্কার ভাগ্য। সেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় মালদ্বীপ।

 



আজ প্রথমার্ধে আট মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় ভারত। ৩৬তম মিনিটে নিখিল পূজারীর গোলের পর ৪৪তম মিনিটে মানবীর সিং ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এ’ গ্রুপ থেকে নেপাল ও পাকিস্তান উঠেছে সেরা চারে। নেপাল হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। পাকিস্তান গ্রুপের রানার্সআপ। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২-০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নেপাল।



রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়