ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বে টার্মিনাল নির্মাণে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বে টার্মিনাল নির্মাণে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের জন্য নতুন বে টার্মিনাল নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে ৩৫২ কোটি ৬২ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে এই চেক হস্তান্তর করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, বিশ্বের বিভিন্ন সমুদ্র বন্দরের ক্রমে চট্টগ্রাম বন্দরের অবস্থান ২৭ ধাপ এগিয়েছে। ২০০৯ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮তম। ২০১৮ সালে এই বন্দরের অবস্থান ৭১তম। চট্টগ্রাম বন্দরের রিজার্ভ এখন ১৪ হাজার কোটি টাকা।

নৌ মন্ত্রী বলেন, গত ১০ বছরে বন্দরের টাকায় চার লাখ বর্গমিটার ইয়ার্ড নির্মাণ হয়েছে। অভ্যন্তরীণ ১ হাজার ২০০ মিটার রাস্তা নির্মাণ হয়েছে। তিনটি গ্যান্ট্রি ক্রেন এসেছে, আরও সাতটি গ্যান্ট্রি ক্রেন এ বছর যুক্ত হবে। বন্দরের গতিশীলতা আনতে তিন হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়