ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বছরে ৬০টি আইপিও অনুমোদন পাওয়া উচিত

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বছরে ৬০টি আইপিও অনুমোদন পাওয়া উচিত

অর্থনৈতিক প্রতিবেদক : বিএমবিএর প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমানে বছরে ১২-১৫টা প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন পাচ্ছে। এটা আরো বেশি হওয়া উচিত। কমপক্ষে বছরে ৬০টি আইপিও অনুমোদন পাওয়া উচিত।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর অবস্থিত হোটেল ৭১ এর অডিটোরিয়ামে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আয়োজনে প্রাইমারি মার্কেটে বিনিয়োগ ও বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তিব্যে এ কথা বলেন তিনি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. স্বপন কুমার বালা।

প্রধান আলোচক বিএমবিএ এর সাধারণ সম্পাদক ও এমটিবি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়